কীভাবে আপনার WhatsApp এর QR কোড রিসেট করবেন
Android
iPhone
আপনি যেকোনও সময় আগের কোডটি বাতিল করে WhatsApp এর নতুন একটি QR কোড তৈরি করতে আপনার WhatsApp QR কোডটি রিসেট করতে পারবেন। আপনি নিজের WhatsApp অ্যাকাউন্টটি বাদ দিয়ে দিলে, সেই সাথে আপনার WhatsApp এর QR কোডও বাদ দেওয়া হবে।
QR কোড রিসেট করুন
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প> সেটিংস ট্যাপ করুন।
- আপনার নামের পাশে দেখানো QR আইকনটি ট্যাপ করুন।
- আরও> QR কোড রিসেট করুন > রিসেট করুন > ঠিক আছে ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- WhatsApp এর QR কোড সম্পর্কে