গোপনীয়তা সেটিংস কনফিগার করা সম্পর্কে
iPhone
ডিফল্ট অনুযায়ী, WhatsApp আপনার গোপনীয়তা সেটিংস সেট করে এগুলির অনুমতি প্রদান করে:
- যেকোনও WhatsApp ব্যবহারকারী আপনার পড়া হয়ে গেছে, নিজের সম্পর্কে এবং প্রোফাইলের ফটো দেখতে পারবেন।
- আপনার পরিচিতিরা আপনার স্ট্যাটাস আপডেট দেখতে পারবেন।
- যেকোনও ব্যবহারকারী আপনাকে গ্রুপে যোগ করতে পারবেন।
এইসব সেটিংস পরিবর্তন করতে সেটিংস > গোপনীয়তা-তে যান।
দ্রষ্টব্য:
- আপনি যদি নিজের 'শেষবার দেখেছেন' বা 'অনলাইনে থাকা' শেয়ার না করেন তাহলে অন্য ব্যক্তিদের 'শেষবার দেখেছেন' বা 'অনলাইন থাকা' দেখতে পাবেন না।
- আপনি কোনও কিছু লিখলে আপনার চ্যাট থ্রেডে অনলাইনে থাকা লোকজন তা দেখতে পাবেন।
- আপনি নিজের 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রাখলে অন্য ব্যক্তিদের 'পড়া হয়ে গেছে' দেখতে পারবেন না। 'পড়া হয়ে গেছে' সবসময় গ্রুপ চ্যাটের জন্য পাঠানো হয়।
- যদি কোনও পরিচিতি 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রাখেন তাহলে তিনি আপনার স্ট্যাটাস আপডেট দেখলেও আপনি তা বুঝতে পারবেন না।
- আপনি যেসব ব্যবহারকারীকে পরিচিতি হিসেবে সেভ করেছেন অথবা যারা আপনাকে আগে মেসেজ করেছেন তারা হয়ত আপনার "শেষবার দেখেছেন" ও অনলাইনে থাকা দেখতে পারবেন।
Android-এ গোপনীয়তা সেটিংস সম্পর্কে জানুন