কীভাবে ব্রডকাস্ট তালিকা ব্যবহার করা যায়
Android
iPhone
ব্রডকাস্ট তালিকা বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি একবারে একাধিক পরিচিতিকে মেসেজ পাঠাতে পারবেন। ব্রডকাস্ট তালিকা হলো মেসেজ প্রাপকের একটি সেভ করা তালিকা যাদের আপনি প্রত্যেক বার আলাদা করে বেছে না নিয়ে বার বার ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবেন।
ব্রডকাস্ট তালিকা তৈরি করুন
- WhatsApp খুলুন৷
- চ্যাট স্ক্রিনের উপরে থাকা ব্রডকাস্ট তালিকা ট্যাপ করুন।
- ব্রডকাস্ট তালিকা স্ক্রিনের নিচে নতুন তালিকা ট্যাপ করুন।
- আপনি যে পরিচিতি যোগ করতে চান সেটি খুঁজুন অথবা বেছে নিন।
- তৈরি করুন ট্যাপ করুন।
এটি নতুন ব্রডকাস্ট তালিকা তৈরি করবে। আপনি ব্রডকাস্ট তালিকায় মেসেজ পাঠালে সেটি তালিকার সেই সকল প্রাপককে পাঠানো হবে, যারা আপনার ফোন নম্বর তাদের ঠিকানা বইয়ে সেভ করে রেখেছেন। প্রাপক সেগুলো স্বাভাবিক মেসেজ হিসেবে পাবেন। প্রাপক উত্তর প্রদান করলে, সেটি আপনার চ্যাট স্ক্রিনে স্বাভাবিক মেসেজ হিসেবে দেখা যাবে। তাদের উত্তর ব্রডকাস্ট তালিকার অন্য প্রাপকদের কাছে পাঠানো হবে না।
দ্রষ্টব্য: যে পরিচিতিরা আপনাকে তাদের ফোনের ঠিকানা বইয়ে যোগ করেছেন শুধুমাত্র তারাই আপনার ব্রডকাস্ট মেসেজটি পাবেন। যদি পরিচিতি আপনার ব্রডকাস্ট মেসেজ না পায়, তাহলে তাদের ঠিকানা বইয়ে আপনার পরিচিতি যোগ করা আছে কি না দেখে নিন। ব্রডকাস্ট তালিকা হলো একজনের সাথে একাধিক ব্যক্তির যোগাযোগ। আপনি যদি নিজের প্রাপকদের নিয়ে গ্রুপ কথোপকথন করতে চান, তাহলে এর পরিবর্তে একটি গ্রুপ চ্যাট তৈরি করুন।
ব্রডকাস্ট তালিকা এডিট করুন
- আপনার ব্রডকাস্ট তালিকা খুলুন।
- যে তালিকাটি এডিট করতে চান সেটির পাশে থাকা "i" আইকন ট্যাপ করুন।
- তালিকার তথ্য স্ক্রিন থেকে আপনি যেগুলো করতে পারবেন:
- আপনার ব্রডকাস্ট তালিকার নাম পরিবর্তন।
- তালিকা এডিট করুন... ট্যাপ করে তালিকায় প্রাপক যোগ করা বা সরিয়ে দেওয়া।
ব্রডকাস্ট তালিকা বাদ দিন
- চ্যাট স্ক্রিনের উপরে থাকা ব্রডকাস্ট তালিকা বোতামটি ট্যাপ করুন।
- আপনি যে ব্রডকাস্ট তালিকাটি বাদ দিতে চান সেটি বাঁদিকে সোয়াইপ করুন।
- বাদ দিন ট্যাপ করুন।
এছাড়াও, এডিট করুন ট্যাপ করুন, এরপর যে তালিকাটি বাদ দিতে চান সেটির পাশে থাকা "–" আইকন > বাদ দিন এ যান।