WhatsApp-এ কানেক্ট করা যাচ্ছে না
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
আপনি যদি WhatsApp ওয়েব বা ডেস্কটপে মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে না পারেন তাহলে হয়ত এটি কম্পিউটার বা ওয়াই-ফাই কানেকশনের সমস্যার কারণে হতে পারে।
কম্পিউটারের কানেকশন
WhatsApp ওয়েব বা ডেস্কটপ ব্যবহারের জন্য আপনার জোরালো ও স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন চলছে কি না দেখে নিতে:
- WhatsApp ওয়েব অথবা ডেস্কটপ খুলুন। আপনি যদি কম্পিউটার কানেক্ট নেই-এর ভুল মেসেজ সহ একটি হলুদ ব্যানার দেখতে পান, আপনার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করতে পরীক্ষা করুন।
- আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন স্বাভাবিকভাবে কাজ করছে কিন্তু তবুও মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি WhatsApp ওয়েব-এ থাকলে পেজটি রিফ্রেশ করুন বা আপনি WhatsApp ডেস্কটপ ব্যবহার করলে অ্যাপ থেকে বেরিয়ে আসুন এবং রিস্টার্ট করুন।
- যদি সমস্যাটি থেকে যায়, তাহলে WhatsApp ওয়েব বা ডেস্কটপ থেকে লগ-আউট করে আবার লগ-ইন করার চেষ্টা করুন, সেটি কীভাবে করবেন তা জানতে এই নিবন্ধটি দেখুন।
দ্রষ্টব্য: 'WhatsApp ওয়েব' এর জন্য আপনাকে অবশ্যই Chrome, Firefox, Microsoft Edge, Opera বা Safari-এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে হবে। অন্যান্য ব্রাউজার যেমন Internet Explorer সাপোর্ট করা হয় না।
ওয়াই-ফাই কানেকশন
আপনি যদি অফিস, লাইব্রেরি বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো জায়গার ম্যানেজ করা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটি WhatsApp ওয়েবে ব্লক বা সীমাবদ্ধ কানেকশন হিসেবে সেট-আপ করা থাকতে পারে।
যদি আপনাকে জানানো হয় আপনি যে ওয়াই-ফাই নেটওয়ার্কটি ব্যবহার করছেন সেটি WhatsApp ওয়েবকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না, তাহলে আপনার নেটওয়ার্কটি "web.whatsapp.com", ".web.whatsapp.com" বা ".whatsapp.net"-এ ট্রাফিক বাইপাস করার জন্য সেট-আপ করা আছে কি না তা নিশ্চিত করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- WhatsApp ওয়েব এবং ডেস্কটপ সম্পর্কে
- কীভাবে WhatsApp ডেস্কটপ ডাউনলোড করবেন
- কীভাবে লগ-ইন বা লগ-আউট করবেন