গ্রুপে সদস্যকে কীভাবে যোগ করা যায় এবং সরানো যায়
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
আপনি গ্রুপের অ্যাডমিন হলে গ্রুপে সদস্যদের যোগ করতে বা সরাতে পারবেন। অ্যাডমিনরা এ বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবেন যে সেই গ্রুপে যেকোনও WhatsApp ব্যবহারকারী যোগ দিতে পারবেন নাকি কোনও নতুন সদস্য যোগ দিতে চাইলে তাকে অ্যাডমিনের অনুমোদন নিতে হবে।
সদস্য যোগ করতে
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
- অথবা, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর, আরও বিকল্প> গ্রুপের তথ্য-তে ট্যাপ করুন।
- অথবা, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর, আরও বিকল্প
- যোগ করুন অথবা লিঙ্কের মাধ্যমে আমন্ত্রণ জানান-এ ট্যাপ করুন।
- গ্রুপে যোগ করার জন্য পরিচিতি খুঁজুন বা বেছে নিন।
- -এ ট্যাপ করুন।
- যদি গ্রুপে নতুন সদস্যদের অনুমোদন করুন চালু করা থাকে ও গ্রুপে যোগ দেওয়ার জন্য কোনও অনুরোধ বাকি থাকে তাহলে একজন অ্যাডমিন এইসব অনুরোধ পর্যালোচনা করতে পারবেন।
সদস্য সরিয়ে দিতে
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
- অথবা, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর, আরও বিকল্প> গ্রুপের তথ্য-তে ট্যাপ করুন।
- অথবা, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর, আরও বিকল্প
- আপনি যে সদস্যকে সরাতে চান তার নামে ট্যাপ করুন।
- {participant}-কে সরিয়ে দিন > ঠিক আছে-তে ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্স: