কীভাবে গ্রুপ ভয়েস কল করবেন
Android
iPhone
আপনি WhatsApp-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করলে গ্রুপ কলিং এর মাধ্যমে সর্বাধিক ৩২ জন সদস্য WhatsApp গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন। 'ভয়েস কল' আপনার মোবাইলের কল প্ল্যানের পরিবর্তে ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে। আপনি 'গ্রুপ ভয়েস কল' গ্রহণ করলে ইনকামিং WhatsApp অডিও... স্ক্রিনে কলে থাকা সদস্যদের দেখতে পারবেন এবং যিনি আপনাকে যোগ করেছেন তাকে প্রথম পরিচিতি হিসেবে তালিকায় দেখা যাবে। কল ট্যাবে পূর্ববর্তী গ্রুপ ভয়েস কল দেখা যাবে। আপনি পূর্ববর্তী কলে ট্যাপ করে সেই কলের সদস্যদেরকে দেখতে পাবেন। কলটি তখনও চালু থাকলে আপনি মিসড কল দেখলেও সেই কলে যোগ দিতে পারবেন।
'গ্রুপ ভয়েস কল' করুন
গ্রুপ চ্যাট থেকে 'গ্রুপ ভয়েস কল' করুন
- আপনি যে গ্রুপ চ্যাটে 'ভয়েস কল' করতে চান সেটি খুলুন।
- আপনার গ্রুপ চ্যাটে যদি ৩৩ জন অথবা তার বেশি সদস্য থাকে তাহলে গ্রুপ কলট্যাপ করুন। আপনি কলে যে পরিচিতিদের যোগ করতে চান তাদের খুঁজে ভয়েস কলট্যাপ করুন।
- আপনার গ্রুপ চ্যাটে যদি ৩২ জন অথবা তার কম সদস্য থাকে তাহলে ভয়েস কলট্যাপ করুন। শুধু গ্রুপের সদস্যরাই যোগ দিতে পারবেন।
'কল' ট্যাব থেকে 'গ্রুপ ভয়েস কল' করুন
- WhatsApp খুলুন, এরপর কল ট্যাবে ট্যাপ করুন।
- নতুন কল> নতুন গ্রুপ কল-এ ট্যাপ করুন।
- আপনি কলে যে পরিচিতিদের যোগ করতে চান তাদের খুঁজে ভয়েস কলট্যাপ করুন।
একক চ্যাট থেকে 'গ্রুপ ভয়েস কল' করুন
- আপনি যাদের সাথে 'ভয়েস কল' করতে চান তাদের মধ্যে থেকে একজন পরিচিতির একক চ্যাট খুলুন।
- ভয়েস কলট্যাপ করুন।
- পরিচিতি কল গ্রহণ করলে, খুলুন> সদস্যকে যোগ করুন-এ ট্যাপ করুন।
- আপনি অন্য যে পরিচিতিকে কলে যোগ করতে চান তাকে খুঁজে যোগ করুন-এ ট্যাপ করুন।
- আরও পরিচিতি যোগ করতে চাইলে সদস্যকে যোগ করুনট্যাপ করুন।
গ্রুপ ভয়েস কলে যোগ দিন
ইনকামিং গ্রুপ ভয়েস কলে যোগ দিন
- গ্রুপ ভয়েস কলে যোগ দেওয়ার জন্য কেউ আপনাকে আমন্ত্রণ জানালে আপনি বিজ্ঞপ্তি পাবেন।
- কলের তথ্যের স্ক্রিনটি খুলতে বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন।
- এই স্ক্রিন থেকে আপনি কলে থাকা অন্য সদস্যদের ও অন্যান্য আমন্ত্রিতদের আগেই দেখে নিতে পারেন।
- কলে যোগ দিতে যোগ দিন-এ ট্যাপ করুন।
- কলে থাকাকালীন, কলের তথ্য স্ক্রিনটি খুলতে খুলুন-এ ট্যাপ করুন।
- কলে আরও পরিচিতি যোগ করতে সদস্যকে যোগ করুন-এ ট্যাপ করুন।
- যেসব লোকজনকে আপনি আগেই আমন্ত্রণ পাঠিয়েছেন তাদেরকে বিজ্ঞপ্তি পাঠাতে রিং করুন-এ ট্যাপ করুন।
মিসড গ্রুপ ভয়েস কলে যোগ দিতে
- WhatsApp খুলে কল ট্যাবে ট্যাপ করুন।
- যদি গ্রুপ চ্যাট থেকে কলটি শুরু হয়ে থাকে তাহলে আপনি সেই চ্যাটটি খুলে যোগ দিন-এ ট্যাপ করে যোগ দিতে পারবেন।
- কল চালু থাকলে, যে কলে যোগ দিতে চান সেটিতে ট্যাপ করুন। এর ফলে কলের তথ্য স্ক্রিন খুলবে।
- যোগ দিন-এ ট্যাপ করুন।
অন্য কাউকে মিউট করুন
আপনি গ্রুপ কলে অন্য সদস্যদের মিউট করতে পারবেন। এটি করার জন্য সদস্যের নামে ট্যাপ করে ধরে রাখুন। এরপর 'মিউট করুন'-এ চাপুন। সদস্যটি যেকোনও সময় মাইক্রোফোন আইকনে ট্যাপ করে নিজেকে আনমিউট করতে পারবেন। আপনি কোনও সদস্যের টাইলে ট্যাপ করে ধরে রেখে তাকে সরাসরি গ্রুপ কলে মেসেজ পাঠাতে পারবেন।
দ্রষ্টব্য:
- 'গ্রুপ ভয়েস কল' চলাকালীন আপনি কলটিকে 'ভিডিও কলে' পরিবর্তন করতে পারবেন না।
- 'গ্রুপ ভয়েস কল' চলাকালীন আপনি কোনও পরিচিতিকে কল থেকে সরিয়ে দিতে পারবেন না। কলটি ডিসকানেক্ট করতে পরিচিতিকে নিজের ফোন থেকে কল কেটে দিতে হবে।
- আপনার ব্লক করা ব্যক্তির সাথে কোনও গ্রুপ ভয়েস কলে থাকতে পারবেন, কিন্তু আপনি যাকে ব্লক করেছেন বা আপনাকে যিনি ব্লক করেছেন এমন পরিচিতিকে নিজে কলে যোগ করতে পারবেন না।
- iOS 12 বা এর পরবর্তী ভার্সনের iPhone-এ 'ভয়েস কলের' সুবিধা আছে।
- আপনি WhatsApp-এর মাধ্যমে জরুরি পরিষেবার নম্বর যেমন ভারতের জন্য 100 বা বাংলাদেশের জন্য 999-এ অ্যাক্সেস করতে পারবেন না। জরুরি কলের জন্য আপনাকে অবশ্যই যোগাযোগের অন্য একটি বিকল্প ব্যবস্থা রাখতে হবে।
- যেহেতু ডেস্কটপ বা ওয়েবে গ্রুপ কলিং সাপোর্ট করা হয় না, তাই আপনি যে ব্যক্তিকে কল করছেন তিনি শুধুমাত্র তার প্রধান ডিভাইসে কলটি গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্ট রিসোর্স: