কীভাবে গ্রুপ চ্যাট মুছে ফেলা যায়
আপনি গ্রুপের অ্যাডমিন হলে তবেই আপনার ফোন থেকে গ্রুপ মুছে ফেলতে পারবেন ও প্রত্যেক সদস্যকে সরিয়ে দিতে পারবেন। সকল সদস্যকে সরিয়ে দেওয়ার পর আপনাকে গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই সময়ে আপনি গ্রুপ মুছে ফেলার বিকল্প দেখতে পাবেন।
সদস্যকে সরান:
- WhatsApp এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের বিষয় ট্যাপ বা ক্লিক করুন।
- আপনি যে সদস্যকে সরিয়ে দিতে চান সেটিতে ট্যাপ বা ক্লিক করুন। এরপর:
- Android: এ {সদস্য}কে সরিয়ে দিন > ঠিক আছে ট্যাপ করুন।
- iPhone: এ গ্রুপ থেকে সরিয়ে দিন > সরিয়ে দিন ট্যাপ করুন।
- ওয়েব/ডেস্কটপ: এ সদস্যদের নামের পাশে থাকা মেনুক্লিক করুন, এরপর সরিয়ে দিন > সরিয়ে দিন এ যান।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি:
কীভাবে গ্রুপ থেকে বেরিয়ে আসবেন এবং মুছে ফেলবেন: Android | iPhone | WhatsApp Web এবং ডেক্সটপ