আপনার জন্য কোন পরিষেবার শর্তাবলী প্রযোজ্য হবে
আপনি যদি ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত) এবং অন্য কোনও অন্তর্ভুক্ত দেশ বা অঞ্চলে (যাকে সম্মিলিতভাবে ইউরোপীয় অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়), বাস করেন তাহলে WhatsApp Ireland Limited আপনাকে এই পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি অনুযায়ী WhatsApp ব্যবহার করার অনুমতি প্রদান করে।
আপনি যদি যুক্তরাজ্যে বাস করেন তাহলে WhatsApp LLC আপনাকে এই পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি অনুযায়ী WhatsApp ব্যবহার করার অনুমতি প্রদান করে।
আপনি যদি ইউরোপীয় অঞ্চল বা যুক্তরাজ্য-এর বাইরে অন্য কোনও দেশে বাস করেন তাহলে সেক্ষেত্রে WhatsApp LLC আপনাকে এই পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি অনুযায়ী WhatsApp ব্যবহার করার অনুমতি প্রদান করে।