কীভাবে ফটো ও ভিডিও এডিট করতে হয়
Android
iPhone
ওয়েব ও ডেস্কটপ
WhatsApp-এ আপনি স্টিকার, ইমোজি, টেক্সট, আঁকা ছবি ও ফিল্টার যোগ করে আপনার ফটো বা ভিডিও নিজের মতো করে সাজাতে পারবেন।
ফটো ও ভিডিও এডিট করুন
নতুন ফটো তুলতে বা ভিডিও করতে
- টেক্সট ফিল্ডে অ্যাটাচ করুন> ক্যামেরাট্যাপ করুন।
- ভিডিও বা ফটো-তে ট্যাপ করুন, এরপর নতুন ভিডিও রেকর্ড করুন বা নতুন ফটো তুলুন।
- আপনার ফটো বা ভিডিও এডিট করা শুরু করুন।
আগে থেকে আছে এমন ফটো বা ভিডিও ব্যবহার করতে
- টেক্সট ফিল্ডে অ্যাটাচ করুন> গ্যালারিট্যাপ করুন।
- ফটো বা ভিডিও বেছে নিন।
- আপনার ফটো বা ভিডিও এডিট করা শুরু করুন।
আপনার ফটো কাটতে বা ঘোরাতে
- ট্যাপ করুন।
- ফটো কাটতে যেকোনও হ্যান্ডেলে ট্যাপ করে ধরে রাখুন, এরপর পছন্দের সাইজ অনুযায়ী সেটি ভেতরে বা বাইরে ড্র্যাগ করুন।
- ফটো ঘোরাতে বার বার ঘোরানট্যাপ করতে থাকুন।
- আপনার হয়ে গেলে হয়ে গেছে-তে ট্যাপ করুন।
আপনার ফটোতে ফিল্টার প্রয়োগ করতে
- ফটো উপরের দিকে সোয়াইপ করুন।
- একটি ফিল্টার বেছে নিন।
- আপনার হয়ে গেলে ফটোতে ট্যাপ করুন।
আপনার ফটো বা ভিডিওতে স্টিকার বা ইমোজি যোগ করতে
- > স্টিকার বা ইমোজি-তে ট্যাপ করুন।
- আপনি যে আইটেমটি ব্যবহার করতে চান সেটিতে ট্যাপ করুন।
- আইটেমটি সরাতে এটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর এটি ড্র্যাগ করুন।
- আইটেমের সাইজ পরিবর্তন করতে এটি পিঞ্চ করে ছোট বড় করুন।
- আইটেমটি ঘোরাতে সেটি পিঞ্চ করে ঘোরান।
- হয়ে গেলে আপনার ফটোর যেকোনও অংশে ট্যাপ করুন।
- কোনও ইমোজি বা স্টিকার বাদ দিতে সেটি দেখানো ট্র্যাশ ক্যানেড্র্যাগ করুন।
আপনার ফটো বা ভিডিওতে টেক্সট যোগ করতে
- স্ক্রিনের উপরে টেক্সটট্যাপ করুন।
- টেক্সট বক্সে যা লিখতে চান লিখুন।
- আপনার হয়ে গেলে হয়ে গেছে-তে ট্যাপ করুন।
আপনার টেক্সটের অ্যাপিয়ারেন্স পরিবর্তন করতে
- টেক্সট বক্সে ট্যাপ করুন।
- টেক্সটের রঙ পরিবর্তন করতে কালার সিলেক্টরটি আপনার আঙ্গুল দিয়ে উপরে বা নিচে স্লাইড করুন।
- ফন্টের ধরন পরিবর্তন করতে বার বার ট্যাপ করতে থাকুন। প্রত্যেক বার ফন্ট পরিবর্তন হবে। নতুন ফন্টের ধরন নিশ্চিত করতে স্ক্রিনে ট্যাপ করুন।
- টেক্সটের সাইজ পরিবর্তন করতে পিঞ্চ করে ছোট বড় করুন।
- টেক্সটটি ঘোরাতে টেক্সট বক্সটি পিঞ্চ করে ঘোরান।
- টেক্সট বক্সটি সরাতে এটি নতুন লোকেশনে ড্র্যাগ করুন।
- হয়ে গেলে স্ক্রিনের যেকোনও জায়গায় ট্যাপ করুন।
দ্রষ্টব্য: আপনি টেক্সট যোগ করার আগে ফন্ট এবং রঙ বেছে নিতেও পারবেন।
আপনার ফটো বা ভিডিওতে আঁকতে
- ট্যাপ করুন।
- কলমের কালি এবং সেটি মোটা হবে নাকি সরু তা বেছে নিন।
- কলমের কালি পরিবর্তন করতে কালার সিলেক্টরটি আপনার আঙ্গুল দিয়ে উপরে বা নিচে স্লাইড করুন।
- আপনার ফটোর নিচে থাকা আইকনের একটিতে ট্যাপ করে কলমের কালি মোটা নাকি সরু হবে তা পরিবর্তন করতে পারবেন।
- ফ্রিহ্যান্ড আঁকতে আপনার আঙ্গুল ব্যবহার করুন।
- আঁকার সময় কোনও রেখা বাদ দিতে আগের অবস্থায় ফিরে যানট্যাপ করুন।
- আপনার হয়ে গেলে হয়ে গেছে-তে ট্যাপ করুন।
কোনও ফটো পুরোপুরি বা আংশিকভাবে ঝাপসা করতে
- ট্যাপ করুন।
- আপনার ফটোর নিচে থাকা ঝাপসা করুনটুলে ট্যাপ করুন।
- আপনার আঙ্গুল দিয়ে ফটোর যেকোনও অংশ ঝাপসা করুন।
- ঝাপসা ইফেক্ট থেকে আগের অবস্থায় ফিরে যেতেট্যাপ করুন।
- আপনার হয়ে গেলে হয়ে গেছে-তে ট্যাপ করুন।
আপনার ভিডিও মিউট করতে
- আপনার ভিডিওর অডিও বন্ধ করতে মিউট করুনট্যাপ করুন।
আপনার মিডিয়া পাঠাতে
আপনার মিডিয়া এডিট করা হয়ে গেলে, পাঠান
ট্যাপ করুন।

সংশ্লিষ্ট রিসোর্স
কীভাবে Android-এ মিডিয়া পাঠাবেন