গ্রুপ কীভাবে তৈরি করে আমন্ত্রণ করা যায়
আপনি সর্বাধিক ২৫৬ জন সদস্য নিয়ে একটি WhatsApp গ্রুপ তৈরি করতে পারবেন।
গ্রুপ তৈরি করুন
- নতুন চ্যাট চাপুন।
- নতুন গ্রুপ চাপুন।
- গ্রুপে যোগ করতে পরিচিতি খুঁজুন অথবা বেছে নিন, এরপর পরবর্তী-তে চাপুন।
- গ্রুপের নাম লিখুন। মনে রাখবেন:
- নামটি ২৫টি অক্ষরের মধ্যে লিখতে হবে।
- আইকন যোগ করতে, আপনি গ্রুপের আইকন যোগ করুন বিকল্পটি বেছে নিতে পারেন।
- হয়ে গেছে-তে চাপুন।