কীভাবে আপনার বিজ্ঞপ্তি ম্যানেজ করবেন
Android
iOS
KaiOS
ওয়েব
Windows
Mac
Android
iOS
KaiOS
ওয়েব
Windows
Mac
আপনি WhatsApp সেটিংস-এ গিয়ে সমস্ত কল এবং মেসেজের জন্য নিজের বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করতে পারবেন। কীভাবে একক বা গ্রুপ চ্যাটের বিজ্ঞপ্তি মিউট করবেন তা এই নিবন্ধ থেকে জানুন।
দ্রষ্টব্য: যদি আপনি নিজের ডিভাইসের সেটিংস থেকে WhatsApp-এর বিজ্ঞপ্তি বন্ধ বা সাইলেন্ট করে দেন, তাহলে WhatsApp-এর বিজ্ঞপ্তি সেটিংসে করা আপডেট সেটি অগ্রাহ্য করবে না। তবে, যদি আপনি WhatsApp-এ কোনও চ্যাটের জন্য কাস্টম বিজ্ঞপ্তি চালু করেন, তাহলে আপনার ডিভাইসের সেটিংসে বিজ্ঞপ্তির নতুন ক্যাটাগরি যোগ হবে যার মধ্যে সেই কাস্টম সেটিংসের জন্য বিজ্ঞপ্তি চালু করা থাকবে।
আপনি সমস্ত মেসেজ এবং কলের জন্য নিজের বিজ্ঞপ্তির সেটিংস ম্যানেজ করতে পারবেন অথবা একক বা গ্রুপ চ্যাটের জন্য বিজ্ঞপ্তি কাস্টমাইজ করতে পারবেন।
নোট: পপ-আপ নোটিফিকেশন Android 10 বা এর পরবর্তী ভার্সনের জন্য উপলভ্য নয়।
সমস্ত মেসেজ, গ্রুপ বা কলের জন্য WhatsApp বিজ্ঞপ্তির সেটিংস ম্যানেজ করুন
মেসেজ বা গ্রুপের বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করতে:
- > সেটিংস > বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন। মেসেজ বা গ্রুপ সেকশনের অধীনে:
- ইনকামিং ও আউটগোয়িং মেসেজের জন্য কথোপকথনের টোন টগল করে চালু বা বন্ধ করতে কথোপকথনের টোন-এ ট্যাপ করুন। কথোপকথনের টোন ম্যানেজ করা সম্পর্কে এই নিবন্ধ থেকে আরও জানুন।
- একক অথবা গ্রুপ মেসেজের বিজ্ঞপ্তি টোন পরিবর্তন করতে বিজ্ঞপ্তি টোন-এ ট্যাপ করুন।
- WhatsApp বিজ্ঞপ্তির ভাইব্রেশনের সময়সীমা পরিবর্তন করতে ভাইব্রেট-এ ট্যাপ করুন।
- পপ-আপ বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করার জন্য পপ-আপ বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসে মেসেজ অথবা গ্রুপ বিজ্ঞপ্তির রঙ পরিবর্তন করতে লাইট-এ ট্যাপ করুন।
- আপনার স্ক্রিনের উপর দিকে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখানোর জন্য উচ্চ অগ্রাধিকার বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
- আপনার পাঠানো মেসেজে প্রতিক্রিয়ার বিজ্ঞপ্তি পেতে প্রতিক্রিয়ার বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
কলের বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করতে:
- > সেটিংস > বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন। কল সেকশনের অধীনে:
- WhatsApp বিজ্ঞপ্তির ভাইব্রেশনের সময়সীমা পরিবর্তন করতে ভাইব্রেট-এ ট্যাপ করুন।
- ইনকামিং কলের রিংটোন পরিবর্তন করতে রিংটোন-এ ট্যাপ করুন।
সমস্ত বিজ্ঞপ্তির সেটিংস রিসেট করতে
- > সেটিংস-এ ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি বেছে নিন।
- > বিজ্ঞপ্তির সেটিংস রিসেট করুন > রিসেট করুন-এ ট্যাপ করুন।
একক চ্যাটের বিজ্ঞপ্তি ম্যানেজ করুন
- একটি একক চ্যাট খুলুন।
- ব্যক্তির নামে ট্যাপ করুন।
- কাস্টম বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- কাস্টম বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
- নিচের যেকোনও একটি কাজের মাধ্যমে বিজ্ঞপ্তি সেটিংস ম্যানেজ করুন:
- একক অথবা গ্রুপ মেসেজের বিজ্ঞপ্তি টোন পরিবর্তন করতে বিজ্ঞপ্তি টোন-এ ট্যাপ করুন।
- WhatsApp বিজ্ঞপ্তির ভাইব্রেশনের সময়সীমা পরিবর্তন করতে ভাইব্রেট-এ ট্যাপ করুন।
- পপ-আপ বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করার জন্য পপ-আপ বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসে মেসেজ অথবা গ্রুপ বিজ্ঞপ্তির রঙ পরিবর্তন করতে লাইট-এ ট্যাপ করুন।
- আপনার স্ক্রিনের উপর দিকে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখানোর জন্য উচ্চ অগ্রাধিকার বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
গ্রুপ চ্যাটের নোটিফিকেশন ম্যানেজ করুন
- গ্রুপ চ্যাট খুলুন।
- গ্রুপের নামে ট্যাপ করুন।
- নোটিফিকেশন-এ ট্যাপ করুন।
- নিচের যেকোনও একটি পদক্ষেপের মাধ্যমে নোটিফিকেশনের সেটিংস পরিচালনা করুন:
- মেসেজ এবং কলের বিজ্ঞপ্তি মিউট করতে বিজ্ঞপ্তি মিউট করুন-এ ট্যাপ করুন।
- মেসেজের বিজ্ঞপ্তির টোন পরিবর্তন করতে বিজ্ঞপ্তি টোন-এ ট্যাপ করুন।
- কলের রিংটোন পরিবর্তন করতে রিংটোন-এ ট্যাপ করুন।
- WhatsApp বিজ্ঞপ্তির ভাইব্রেশনের সময়সীমা পরিবর্তন করতে ভাইব্রেট-এ ট্যাপ করুন।
- নিচে দেওয়া পদক্ষেপের মধ্যে একটি করার জন্য উন্নত সেটিংস-এ ট্যাপ করুন:
- আপনার স্ক্রিনের উপরের দিকে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখানোর জন্য উচ্চ অগ্রাধিকার বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
- পপ-আপ বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করার জন্য পপ-আপ বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসে মেসেজ অথবা গ্রুপ বিজ্ঞপ্তির রঙ পরিবর্তন করতে লাইট-এ ট্যাপ করুন।
আপনার ডিভাইসে বিজ্ঞপ্তির প্রিভিউ ম্যানেজ করুন
আপনি নিজের ফোনের লক স্ক্রিনে দেখানো বিজ্ঞপ্তির প্রিভিউ থেকে WhatsApp মেসেজের কন্টেন্ট গোপন রাখতে পারেন।
লক স্ক্রিন বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করতে:
- আপনার ফোনের সেটিংস > নোটিফিকেশন > লক-স্ক্রিনের নোটিফিকেশন-এ যান।
- নিচের বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিন:
- কথোপকথন, ডিফল্ট এবং সাইলেন্ট দেখান।
- সাইলেন্ট করা কথোপকথন এবং বিজ্ঞপ্তি লুকান।
- কোনও বিজ্ঞপ্তি দেখাবেন না।
আপনার ডিভাইসে কলের বিজ্ঞপ্তি ম্যানেজ করুন
আপনি নিজের ফোনে কলের বিজ্ঞপ্তি বা WhatsApp-এর সমস্ত বিজ্ঞপ্তি বন্ধ করলে WhatsApp-এর ইনকামিং কলের বিজ্ঞপ্তি সাইলেন্ট হয়ে যায়।
- আপনার ফোনের সেটিংস > বিজ্ঞপ্তি > অ্যাপ > WhatsApp-এ যান।
- কলের বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন, এরপর বিজ্ঞপ্তি দেখান চালু বা বন্ধ করুন।
আপনি WhatsApp-এর সেটিংস থেকেও WhatsApp-এর সমস্ত বিজ্ঞপ্তি বন্ধ করতে পারেন। WhatsApp-এর সেটিংস > বিজ্ঞপ্তি > WhatsApp-এর সমস্ত বিজ্ঞপ্তি বন্ধ করুন-এ যান।
নোট:
- যিনি কল করেছেন তিনি জানতে পারবেন না যে আপনি কলের বিজ্ঞপ্তি বন্ধ রেখেছেন, এবং WhatsApp-এ 'উত্তর দেননি' দেখতে পাবেন।
- WhatsApp কল গ্রহণ করতে কলের বিজ্ঞপ্তি চালু করুন-এ ট্যাপ করতে পারেন।
- আপনি WhatsApp-এ একটি মিসড কলের বিজ্ঞপ্তি পাবেন এবং সেই মিসড কলের তথ্যে ট্যাপ করলে "বিজ্ঞপ্তি বন্ধ করা হয়েছে" দেখতে পাবেন।
- যিনি কল করেছেন তার সাথে আগে থেকে আপনার চ্যাট থাকলে আপনি মিসড কলের কারণও দেখতে পাবেন।
- আপনি WhatsApp ব্যবহার করার সময় যদি কল আসে এবং কলের বিজ্ঞপ্তি বন্ধ থাকে, তবুও আপনি কলটি পাবেন।