কীভাবে আপনার বিজ্ঞপ্তি পরিচালনা করবেন
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
পছন্দের বিজ্ঞপ্তি আপনার WhatsApp-এর সেটিংস থেকে সহজেই ম্যানেজ করতে পারবেন।
WhatsApp-এর বিজ্ঞপ্তি সেটিংস ম্যানেজ করুন
- আরও বিকল্প> সেটিংস > বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- নিচের যেকোনও একটি কাজের মাধ্যমে বিজ্ঞপ্তি সেটিংস ম্যানেজ করুন:
- ইনকামিং ও আউটগোয়িং মেসেজের জন্য কথোপকথন টোন টগল করে চালু বা বন্ধ করতে কথোপকথন টোন-এ ট্যাপ করুন।
- একক অথবা গ্রুপ মেসেজের বিজ্ঞপ্তি টোন পরিবর্তন করতে মেসেজ অথবা গ্রুপ-এর অধীনে বিজ্ঞপ্তি টোন-এ ট্যাপ করুন।
- WhatsApp-এর বিজ্ঞপ্তির ভাইব্রেশনের সময়সীমা পরিবর্তন করতে মেসেজ, গ্রুপ অথবা কল-এর অধীনে ভাইব্রেট-এ ট্যাপ করুন।
- পপ-আপ বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করতেমেসেজ-এর অধীনেপপ-আপ বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসে মেসেজ বা গ্রুপ বিজ্ঞপ্তির রঙ পরিবর্তন করতে মেসেজ অথবা গ্রুপ-এর অধীনে লাইট-এ ট্যাপ করুন।
- আপনার স্ক্রিনের উপর দিকে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখানোর জন্য উচ্চ অগ্রাধিকার বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
- আপনার পাঠানো মেসেজে প্রতিক্রিয়ার বিজ্ঞপ্তি পেতে প্রতিক্রিয়ার বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- ইনকামিং কলের রিংটোন পাল্টাতে কল-এর অধীনে রিংটোন-এ ট্যাপ করুন।
বিজ্ঞপ্তি সেটিংস রিসেট করুন
- আরও বিকল্প> সেটিংস > বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- আরও বিকল্প> বিজ্ঞপ্তি সেটিংস রিসেট করুন > রিসেট করুন-এ ট্যাপ করুন।
একক অথবা গ্রুপ চ্যাটের বিজ্ঞপ্তি ম্যানেজ করুন
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- একক অথবা গ্রুপের নামে ট্যাপ করুন।
- কাস্টম বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- কাস্টম বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
- নিচের যেকোনও একটি কাজের মাধ্যমে বিজ্ঞপ্তি সেটিংস ম্যানেজ করুন:
- একক অথবা গ্রুপ মেসেজের বিজ্ঞপ্তি টোন পরিবর্তন করতে বিজ্ঞপ্তি টোন-এ ট্যাপ করুন।
- WhatsApp বিজ্ঞপ্তির ভাইব্রেশনের সময়সীমা পরিবর্তন করতে ভাইব্রেট-এ ট্যাপ করুন।
- পপ-আপ বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করার জন্য পপ-আপ বিজ্ঞপ্তি-তে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসে মেসেজ অথবা গ্রুপ বিজ্ঞপ্তির রঙ পরিবর্তন করতে লাইট-এ ট্যাপ করুন।
- আপনার স্ক্রিনের উপর দিকে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখানোর জন্য উচ্চ অগ্রাধিকার বিজ্ঞপ্তি ব্যবহার করুন-এ ট্যাপ করুন।
একক অথবা গ্রুপ চ্যাটের বিজ্ঞপ্তি মিউট করুন
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- একক বা গ্রুপ চ্যাটের নামে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি মিউট করুন-এ ট্যাপ করুন।
- আপনি কত সময়ের জন্য বিজ্ঞপ্তি মিউট করে রাখতে চান তা বেছে নিন, এরপর ঠিক আছে-তে ট্যাপ করুন।
চ্যাটের বিজ্ঞপ্তি আনমিউট করতে বিজ্ঞপ্তি মিউট করুন-এ পুনরায় ট্যাপ করুন।
দ্রষ্টব্য: চ্যাটের মেসেজ বিজ্ঞপ্তি মিউট করে দিলে, আপনার ডিভাইস আপনাকে ইনকামিং বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করবে না। তবে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে:
- পরিচিতিদের জানানো হয়না যে আপনি চ্যাট মিউট করেছেন।
- আপনি তাদের মেসেজ পড়লে, পরিচিতিরা এখনও 'পড়া হয়ে গেছে' দেখতে পাবেন।
- আপনি এর পরেও চ্যাটের পাশে পড়া হয়নি এমন মেসেজের সংখ্যা দেখতে পাবেন।
আপনার ডিভাইসে WhatsApp বিজ্ঞপ্তি মিউট করুন
- ডিভাইস সেটিংস > অ্যাপ ও বিজ্ঞপ্তি-তে যান।
- WhatsApp > বিজ্ঞপ্তি > বিজ্ঞপ্তি দেখান-এ ট্যাপ করুন।
- বন্ধ করুন:
- বিজ্ঞপ্তি দেখান বা সমস্ত WhatsApp বিজ্ঞপ্তি দেখান যাতে সমস্ত বিজ্ঞপ্তি বন্ধ হয়ে যায়।
- গ্রুপ বিজ্ঞপ্তি যাতে গ্রুপ চ্যাট বিজ্ঞপ্তি বন্ধ হয়ে যায়।
- মেসেজ বিজ্ঞপ্তি যাতে একক চ্যাট বিজ্ঞপ্তি বন্ধ হয়ে যায়।
- বিজ্ঞপ্তি সাইলেন্ট করার জন্য, কোনও বিজ্ঞপ্তির ক্যাটাগরি>সাইলেন্ট করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: যদি আপনি ডিভাইস সেটিংস থেকে WhatsApp গ্রুপ অথবা মেসেজের বিজ্ঞপ্তি বন্ধ বা সাইলেন্ট করে দেন, তাহলে বিজ্ঞপ্তি সেটিংসের আপডেটগুলি সেটি অগ্রাহ্য করবে না। তবে, যদি আপনি WhatsApp-এ কোনও চ্যাটের জন্য কাস্টম বিজ্ঞপ্তি চালু করেন, তাহলে আপনার ডিভাইস সেটিংসে বিজ্ঞপ্তির নতুন ক্যাটাগরি যোগ হবে যার মধ্যে সেই কাস্টম সেটিংয়ের জন্য বিজ্ঞপ্তি চালু করা থাকবে।
আপনার ডিভাইসে বিজ্ঞপ্তির প্রিভিউ ম্যানেজ করুন
আপনি নিজের ফোনের স্ক্রিনে দেখানো বিজ্ঞপ্তির প্রিভিউ থেকে WhatsApp মেসেজের বিষয়বস্তু গোপন রাখতে পারেন।
লক স্ক্রিন বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করতে:
- আপনার ফোনের সেটিংস > বিজ্ঞপ্তি > লক-স্ক্রিনের বিজ্ঞপ্তি-তে যান।
- নিচের বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিন:
- কথোপকথন, ডিফল্ট, এবং সাইলেন্ট দেখান
- সাইলেন্ট কথোপকথন ও বিজ্ঞপ্তি লুকান
- কোনও বিজ্ঞপ্তি দেখাবেন না