কীভাবে ফন্টের সাইজ পরিবর্তন করা যায়
আপনি WhatsApp সেটিংস থেকে WhatsApp চ্যাটের ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবেন। অ্যাপটির অন্যান্য স্ক্রিনের ফন্ট সাইজ আপনার ডিভাইস সেটিংসের উপর নির্ভর করে।
চ্যাটের ফন্ট সাইজ পরিবর্তন করুন
- WhatsApp খুলুন৷
- আরও বিকল্পট্যাপ করুন।
- সেটিংস > চ্যাট > ফন্টের সাইজ ট্যাপ করুন।
- আপনি ছোট, মাঝারি অথবা বড় সাইজ বেছে নিতে পারবেন।
অন্যান্য স্ক্রিনের ফন্ট সাইজ পরিবর্তন করুন
- ডিভাইসের সেটিংস > অ্যাক্সেসযোগ্যতা এ যান।
- ফন্টের সাইজ ট্যাপ করুন।
- আপনি ডিফল্ট, বড় অথবা সবচেয়ে বড় বেছে নিতে পারবেন।
দ্রষ্টব্য: কাস্টম ফন্টগুলি কাজ করবে না।