আপনার WhatsApp-এর QR কোড কীভাবে রিসেট করবেন
আপনি যেকোনও সময় আগের কোডটি বাতিল করে WhatsApp-এর নতুন একটি QR কোড তৈরি করতে নিজের WhatsApp QR কোডটি রিসেট করতে পারবেন। আপনি নিজের WhatsApp অ্যাকাউন্টটি বাদ দিলে আপনার WhatsApp-এর QR কোডও বাদ হয়ে যাবে।
QR কোড রিসেট করুন
- WhatsApp খুলে সেটিংস-এ যান।
- আপনার নামের পাশে থাকা QR আইকনে ট্যাপ করুন।
- QR কোড রিসেট করুন > রিসেট করুন > ঠিক আছে-তে ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- WhatsApp-এর QR কোড সম্পর্কে