কীভাবে আপনার ফোন নম্বর রেজিস্টার করবেন
Android
iOS
KaiOS
Android
iOS
KaiOS
আমরা আপনাকে একটি রেজিস্ট্রেশন কোড পাঠাই যাতে এটি নিশ্চিত করা যায় যে WhatsApp-এ আপনি যে ফোন নম্বরটি ব্যবহার করতে চান সেটি আপনার নিজের নম্বর। রেজিস্ট্রেশন কোডটি অনন্য এবং প্রত্যেকটি নতুন ফোন নম্বর বা ডিভাইস রেজিস্টার করার সময় সেটি পরিবর্তিত হয়। আপনি এসএমএস মেসেজ বা ফোন কলের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন।
নোট: আপনি নিজের ফোন নম্বর আবার রেজিস্টার করলে, আপনি ইমেলের মাধ্যমে কোড পেতে পারেন যদি আপনি প্রথমবার রেজিস্ট্রেশন করার সময় বা টু-স্টেপ ভেরিফিকেশন সেট-আপ করার সময় আপনার WhatsApp সেটিংস থেকে নিজের অ্যাকাউন্টে ইমেল আইডি যোগ করে থাকেন।
আপনি WhatsApp-এ আপনার ফোন নম্বর রেজিস্টার করার পরে, ভবিষ্যতে ভেরিফিকেশনের জন্য একটি পাসকী দিয়ে নিজের পরিচয় যাচাই করতে আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফেস বা স্ক্রিন লক ব্যবহার করতে পারেন। পাসকী সেট-আপ করতে, এই নিবন্ধটি পড়ুন।
রেজিস্ট্রেশনের জন্য আবশ্যকতা
- আপনি শুধু নিজের ফোন নম্বর রেজিস্টার করতে পারবেন।
- যে ফোন নম্বরটি আপনি রেজিস্টার করতে চান সেটিতে এসএমএস এবং কল গ্রহণ করার সুবিধা আছে কি না দেখে নিন।
- নিশ্চিত করুন যে আপনার ফোনে আপনি WhatsApp-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন।
- আপনাকে অবশ্যই যেকোনও কল ব্লক করার সেটিংস, অ্যাপ বা টাস্ক কিলার বন্ধ রাখতে হবে।
- আপনার অবশ্যই মোবাইল ডেটা বা ওয়াই-ফাই এর চালু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনি রোমিংয়ে থাকলে বা কানেকশন খারাপ হলে, রেজিস্ট্রেশনের কাজ নাও হতে পারে। নিশ্চিত হওয়ার জন্য কোনও ওয়েব পেজ খুলে দেখুন।
- আপনার ফোনে যেন অবশ্যই আন্তর্জাতিক এসএমএস মেসেজ আসতে পারে।
- সাপোর্ট করে না এমন ডিভাইস যেমন iPod টাচ অথবা iPad ব্যবহার করবেন না।
- জেলব্রেক করা ফোন ব্যবহার করা যাবে না।
- আপনি যদি WhatsApp Business এবং WhatsApp দুটিই ব্যবহার করতে চান, তাহলে আপনাকে প্রতিটি অ্যাপের জন্য আলাদা ফোন নম্বর ব্যবহার করতে হবে।
- সাপোর্ট করা হয় এমন ফোন নম্বর ব্যবহার করছেন কি না নিশ্চিত করুন। সাপোর্ট করে না এমন ফোন নম্বর যা WhatsApp-এ রেজিস্টার করা যাবে না সেগুলি হলো:
- VoIP
- ল্যান্ডলাইন। দ্রষ্টব্য: ল্যান্ডলাইনকে শুধুমাত্র WhatsApp Business অ্যাপ সাপোর্ট করে।
- টোল-ফ্রি নম্বর
- টাকা দিয়ে কেনা প্রিমিয়াম নম্বর
- ইউনিভার্সাল অ্যাক্সেস নম্বর (UAN)
কীভাবে রেজিস্টার করবেন
আপনি এসএমএস বা ফোন কলের মাধ্যমে আপনার ফোন নম্বর রেজিস্টার করতে পারবেন। আপনার পরিষেবা প্রদানকারীর ভিত্তিতে এসএমএস এবং ফোন কলের জন্য আপনাকে চার্জ করা হতে পারে।
এসএমএস-এর মাধ্যমে রেজিস্টার করতে
- আপনার ফোন নম্বর লিখুন:
- ড্রপ ডাউন তালিকাটি থেকে আপনার দেশের নাম বেছে নিন। এর ফলে বাঁদিকে আপনার দেশের কোডটি অটোমেটিক্যালি চলে আসবে।
- ডান দিকের বক্সে আপনার ফোন নম্বর লিখুন। ফোন নম্বরের আগে কোনও ০ বসাবেন না।
- ড্রপ ডাউন তালিকাটি থেকে আপনার দেশের নাম বেছে নিন। এর ফলে বাঁদিকে আপনার দেশের কোডটি অটোমেটিক্যালি চলে আসবে।
- কোডের অনুরোধ করতে পরবর্তী-তে ট্যাপ করুন।
- দ্রষ্টব্য: WhatsApp সাধারণত এসএমএস করে বা আপনি যে দেশ থেকে রেজিস্ট্রেশন করছেন সেই দেশের কোড যুক্ত ফোন নম্বর থেকে অটোমেটেড ভয়েস কল করে যাচাইকরণের কোড পাঠায়। যদি iCloud Keychain চালু থাকে এবং আপনি আগেই যদি নম্বরটি নিশ্চিত করে থাকেন, তাহলে আপনাকে কোড না পাঠিয়েই অটোমেটিক্যালি রেজিস্টার করা হতে পারে।
- এসএমএসের মাধ্যমে পাওয়া ৬-সংখ্যার কোডটি লিখুন।
- রেজিস্টার করার পর যেকোনও সময় আপনার WhatsApp-এর সেটিংস > অ্যাকাউন্ট > ইমেল আইডি-তে গিয়ে আপনার অ্যাকাউন্টে নিজের ইমেল আইডি যোগ করুন। এতে পরবর্তী লগ-ইনের সময় আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সাহায্য হবে।
ফোন কলের মাধ্যমে রেজিস্টার করা
আপনি এসএমএস-এর মাধ্যমে রেজিস্টার করতে না চাইলে ফোন কলের মাধ্যমে WhatsApp-এ রেজিস্টার করতে পারেন। কীভাবে একটি ফোন নম্বর দিয়ে রেজিস্টার করবেন তা এই সহায়তা নিবন্ধে জেনে নিন।
সমস্যা সমাধানের পদক্ষেপসমূহ
যদি আপনি এসএমএসের মাধ্যমে ৬-সংখ্যার কোড না পান:
- তাহলে প্রগ্রেস বারটি সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন। আপনাকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
- কোডটি অনুমান করে লিখবেন না, নতুবা নির্দিষ্ট সময়ের জন্য আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে।
- যদি কোডটি গ্রহণ করার আগেই টাইমারের সময় শেষ হয়ে যায়, তাহলে আপনি ফোন কলের মাধ্যমে কোড গ্রহণ করতে পারবেন। কলের অনুরোধ করতে আমাকে কল করুন-এ ট্যাপ করুন। আপনি কলটি গ্রহণ করলে, একটি স্বয়ংক্রিয় ভয়েস আপনাকে ৬-ডিজিটের কোডটি জানাবে। যাচাই করতে সেই কোডটি লিখুন।
এরপরেও যদি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সমস্যা হয়, তাহলে আরও টিপসের জন্য এই নিবন্ধটি পড়ুন।