কীভাবে 'পড়া হয়ে গেছে' দেখবেন

Android
iOS
আপনার পাঠানো প্রত্যেকটি মেসেজের পাশে টিক চিহ্ন দেখা যাবে। প্রত্যেকটির অর্থ এখানে দেওয়া হলো:
  • পড়া হয়ে গেছে পাঠানো হয়েছে
    মেসেজটি সফলভাবে পাঠানো হয়েছে।
  • পড়া হয়ে গেছে ডেলিভার করা হয়েছে
    প্রাপকের ফোনে বা তার লিঙ্ক করা কোনও ডিভাইসে মেসেজটি সফলভাবে ডেলিভার করা হয়েছে।
  • পড়া হয়ে গেছে
    প্রাপক আপনার মেসেজ পড়েছেন।

নোট:
  • প্রাপকের ফোন বন্ধ থাকলে এবং মেসেজটি তার কোনও লিঙ্ক করা ডিভাইসে ডেলিভার না হলে, দ্বিতীয় টিক চিহ্নটি দেখা যাবে না।
  • গ্রুপ চ্যাটের ক্ষেত্রে, সবাই আপনার মেসেজ পেলে দ্বিতীয় টিক চিহ্নটি দেখা যাবে। সকল সদস্য আপনার মেসেজ পড়লে নীল রঙের দুইটি টিক চিহ্ন দেখা যাবে।
  • আপনি কোনও মেসেজ এডিট করলে তার 'পড়া হয়ে গেছে' রিসেট করা হয়, যাতে কিনা আপনার আপডেট করা মেসেজ কারা দেখেছেন আপনি তা বুঝতে পারেন।
  • একটি ঘড়ি দেখা যাচ্ছে মানে সেই মেসেজটি এখনও পাঠানো বা ডেলিভার করা হয়নি। যোগাযোগের সমস্যার কারণে এমন হতে পারে।
  • টিক চিহ্ন বা ঘড়ির রং পরিবর্তন করা সম্ভব নয়।

মেসেজের তথ্য স্ক্রিন

আপনার পাঠানো মেসেজটি কখন ডেলিভার করা হয়েছে, প্রাপক কখন পড়েছেন বা প্লে করেছেন তার বিবরণ মেসেজের তথ্য স্ক্রিনে দেখা যায়।
দ্রষ্টব্য: কোনও সদস্য গ্রুপ থেকে বেরিয়ে গেলে, মেসেজের তথ্য স্ক্রিনে সকল সদস্যের প্রকৃত তথ্য তখনও দেখা যাবে। এর মধ্যে সেই সদস্যরাও থাকবেন যারা গ্রুপ ছেড়ে গেছেন।
মেসেজের তথ্যের স্ক্রিনটি দেখতে:
  1. কোনও একক বা গ্রুপ চ্যাট খুলুন।
  2. আপনার পাঠানো মেসেজটি ট্যাপ করে ধরে থাকুন।
  3. তথ্য
    আইকনে ট্যাপ করুন। অথবা, আপনাকে আরও বিকল্প
    আরও বিকল্প
    > তথ্য-তে ট্যাপ করতে হতে পারে।
মেসেজের তথ্যের স্ক্রিনে এগুলো দেখতে পাবেন:
ডেলিভার করা হয়েছে:
  • আপনার মেসেজ প্রাপকের ফোন অথবা লিঙ্ক করা ডিভাইসে ডেলিভার করা হয়েছে, কিন্তু প্রাপক এটি দেখেননি।
পড়া হয়েছে বা দেখা হয়েছে:
  • প্রাপক আপনার মেসেজ পড়েছেন অথবা আপনার ছবি, অডিও ফাইল বা ভিডিও দেখেছেন।
  • প্রাপক আপনার ভয়েস মেসেজ দেখেছেন, কিন্তু সেটি প্লে করেননি।
প্লে করেছেন:
  • প্রাপক আপনার ভয়েস মেসেজ প্লে করেছেন।

'পড়া হয়ে গেছে' না পেলে

আপনি যদি নিজের পাঠানো মেসেজ বা ভয়েস মেসেজের পাশে নীল রঙের দুইটি টিক চিহ্ন, নীল রঙের একটি মাইক্রোফোন অথবা খুলেছেন লেখা লেবেল দেখতে না পান:
  • সম্ভবত আপনি বা আপনার প্রাপক গোপনীয়তা সেটিংস-এ 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রেখেছেন৷
  • হতে পারে প্রাপক আপনাকে ব্লক করেছেন।
  • প্রাপক হয়ত আপনার কথোপকথন খোলেননি।
  • আপনার বা প্রাপকের কানেকশন সংক্রান্ত সমস্যা হচ্ছে।
  • যখন একজন ব্যক্তি প্রথমবার আপনার মেসেজ পায়, তখন 'পড়া হয়ে গেছে' সম্পর্কিত তথ্য আপনাকে পাঠানো নাও হতে পারে।
  • আপনার বা প্রাপকের ফোনে তারিখ ও সময়ের সেটিংস সঠিক নেই।

'পড়া হয়ে গেছে' বন্ধ করা

আপনার 'পড়া হয়ে গেছে' বন্ধ করতে,
আরও বিকল্প
> সেটিংস > প্রাইভেসি-তে ট্যাপ করুন এবং পড়া হয়ে গেছে বন্ধ করুন।
নোট:
  • ‘পড়া হয়ে গেছে’ বন্ধ করে রাখলে, কে আপনার স্ট্যাটাস দেখেছেন সেটা হয়ত আপনি বুঝতে পারবেন না। আপনি অন্যদের স্ট্যাটাস দেখলে তারাও হয়ত সেটা বুঝতে পারবেন না।
  • এতে গ্রুপ চ্যাটের জন্য 'পড়া হয়ে গেছে' অথবা ভয়েস মেসেজের জন্য 'প্লে করা হয়েছে' বন্ধ করা হবে না। এই সেটিংস বন্ধ করার কোনও বিকল্প নেই।
  • আপনি যদি নিজের 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রাখেন, তাহলে অন্যদের 'পড়া হয়ে গেছে' দেখতে পারবেন না।

এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?

হ্যাঁ
না