কীভাবে আপনার বিজনেস প্রোফাইল এডিট করবেন

ওয়েব ও ডেস্কটপ
Android
iPhone
আপনার বিজনেস প্রোফাইলে আপনি বিজনেসের নাম, ঠিকানা, ক্যাটাগরি, বর্ণনা, ইমেল এবং ওয়েবসাইটসহ নিজের কোম্পানি সম্পর্কে সব তথ্য যোগ করতে পারবেন। লোকজন আপনার প্রোফাইল থেকে সহজেই এই তথ্য সম্পর্কে জানতে পারবেন।
বিজনেস টিপস: সম্পূর্ণ এবং সঠিক বিজনেস প্রোফাইল শুধুমাত্র আপনার গ্রাহকদেরই অবগত রাখে তাই নয়। একই সাথে এটি আপনার বিজনেস কখন খোলা থাকে সেই সংক্রান্ত মেসেজের সংখ্যা কমাতেও সাহায্য করে।
আপনার বিজনেস প্রোফাইল দেখতে WhatsApp Business অ্যাপটি খুলুন। এরপর, আরও বিকল্প
> বিজনেস টুল > বিজনেস প্রোফাইল-এ ট্যাপ করুন।
আপনার প্রোফাইল ফটো এডিট করতে
  1. আপনার প্রোফাইল ফটোতে ট্যাপ করে এডিট করুন
    ট্যাপ করুন।
    • এছাড়াও, আপনার কভার ফটোতে এডিট করুন
      ট্যাপ করে প্রোফাইল ফটো যোগ করুন বা এডিট করুন-এ ট্যাপ করুন।
  2. নতুন ফটো তুলতে ক্যামেরা-তে ট্যাপ করুন বা আগে থেকে থাকা কোনও ফটো বেছে নিতে গ্যালারি-তে ট্যাপ করুন। আপনার বর্তমান প্রোফাইলের ছবি সরিয়ে দিতে আপনি বাদ দিন
    > সরিয়ে দিন-এও ট্যাপ করতে পারেন।
  3. আপনি কোনও ফটো বেছে নিলে বা নতুন ফটো তোলার পর সেটি প্রয়োজন অনুযায়ী কাটছাঁট করে অথবা ঘুরিয়ে সেট করুন।
  4. হয়ে গেছে-তে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: ডিফল্ট অনুযায়ী আপনার প্রোফাইল ফটো সার্বজনীন অর্থাৎ সবাই দেখতে পাবে এমনভাবে সেট করা থাকে। কীভাবে আপনার গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
আপনার কভার ফটো এডিট করতে
  1. আপনার কভার ফটোতে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. কভার ফটো যোগ বা এডিট করুন-এ ট্যাপ করুন।
  3. নতুন ফটো তুলতে ক্যামেরা-তে ট্যাপ করুন বা আগে থেকে থাকা কোনও ফটো বেছে নিতে গ্যালারি-তে ট্যাপ করুন। আপনার বর্তমান কভার ফটো সরিয়ে দিতে আপনি বাদ দিন
    > সরিয়ে দিন-এও ট্যাপ করতে পারেন।
  4. আপনি কোনও ফটো বেছে নিলে বা নতুন ফটো তোলার পর সেটি প্রয়োজন অনুযায়ী কাটছাঁট করে অথবা ঘুরিয়ে সেট করুন।
  5. হয়ে গেছে-তে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: ডিফল্ট অনুযায়ী আপনার কভার ফটো সার্বজনীন করা থাকে।
আপনার বিজনেসের নাম এবং বর্ণনা এডিট করতে
  1. আপনি যে ফিল্ড আপডেট করতে চান সেটিতে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. আপনার আপডেট সম্পন্ন করুন।
  3. ঠিক আছে বা সেভ করুন-এ ট্যাপ করুন।
আপনার বিজনেস ক্যাটাগরি এডিট করতে
  1. ক্যাটাগরি ফিল্ডে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. আপনার বিজনেসের জন্য সংশ্লিষ্ট সর্বাধিক তিনটি ক্যাটাগরি বেছে নিন।
আপনার বিজনেসের ঠিকানা এডিট করতে
  1. ঠিকানা ফিল্ডে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. বিজনেসের ঠিকানা ফিল্ডে ট্যাপ করুন, এরপর আপনার বিজনেসের ঠিকানা লিখুন।
  3. আপনি ম্যাপে লোকেশন সেট করুন বা ম্যাপে লোকেশন আপডেট করুন-এ ট্যাপ করেও আপনার ম্যাপের লোকেশন আপডেট করতে পারবেন। ম্যাপে আপনার বিজনেসের ঠিকানা আপডেট করুন, এরপর হয়ে গেছে-তে ট্যাপ করুন।
    দ্রষ্টব্য: এতে শুধুমাত্র ম্যাপে আপনার বিজনেসের লোকেশন পরিবর্তন হবে। ঠিকানা ফিল্ডে আপনার লেখা ঠিকানাটি একই থেকে যাবে।
  4. সেভ করুন-এ ট্যাপ করুন।
আপনার বিজনেস খোলা থাকার সময় এডিট করতে
  1. বিজনেসের সময় ফিল্ডে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. শিডিউল-এ ট্যাপ করুন।
  3. নিচের বিকল্পের মধ্যে থেকে একটি শিডিউল টেমপ্লেট বেছে নিন:
    • নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে: আপনার বিজনেস খোলা থাকার নির্দিষ্ট দিন বেছে নিতে টগল ব্যবহার করুন। এছাড়াও, আপনি প্রতিদিনের জন্য নির্দিষ্ট কাজের সময় সেট করতে পারেন।
    • সবসময় খোলা: বিকল্পটির মাধ্যমে সপ্তাহের যেসব দিনে আপনার বিজনেস খোলা থাকবে তা বেছে নিতে টগল ব্যবহার করুন।
    • শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে: বিকল্পটির মাধ্যমে সপ্তাহের যেসব দিনে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বিজনেস খোলা থাকে তা বেছে নিতে টগল ব্যবহার করুন।
  4. সেভ করুন-এ ট্যাপ করুন।
এছাড়াও আপনার বিজনেস খোলা থাকার সময় রিসেট করতে আপনি আরও বিকল্প
> মুছে ফেলুন-এ ট্যাপ করতে পারেন।
আপনার ইমেল এবং ওয়েবসাইট এডিট করতে
  1. আপনি যে ফিল্ড আপডেট করতে চান সেটিতে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. আপনার তথ্য আপডেট করুন।
  3. সেভ করুন-এ ট্যাপ করুন।
আপনার লিঙ্ক করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এডিট করুন
আপনার কোনও লিঙ্ক করা অ্যাকাউন্ট না থাকলে:
  1. Facebook বা Instagram যোগ করুন-এ ট্যাপ করুন।
  2. Facebook বা Instagram > চালিয়ে যান-এ ট্যাপ করুন।
  3. আপনার অ্যাকাউন্টটি বিজনেস প্রোফাইলে যোগ করতে তাতে লগ-ইন করুন।
আপনার আগে থেকেই লিঙ্ক করা অ্যাকাউন্ট থাকলে:
  1. আপনার লিঙ্ক করা অ্যাকাউন্ট ম্যানেজ করতে আপনার Facebook পেজের নাম বা Instagram হ্যান্ডেলের পাশে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. আপনি নিজের প্রোফাইলে লিঙ্ক করা অ্যাকাউন্ট লুকাতে পারবেন অথবা আপনার WhatsApp অ্যাকাউন্ট থেকে এটি আনলিঙ্ক করতে পারবেন।
আপনার ক্যাটালগ এডিট করতে
  1. আপনার ক্যাটালগ আপডেট করতে বা নতুন তৈরি করতে ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
  2. প্রয়োজন অনুযায়ী আপনার ক্যাটালগে আইটেম যোগ করুন বা এডিট করুন। কীভাবে ক্যাটালগ তৈরি এবং ম্যানেজ করবেন সে সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
আপনার 'নিজের সম্পর্কে' তথ্য এডিট করতে
  1. নিজের সম্পর্কে ফিল্ডে এডিট করুন
    ট্যাপ করুন।
  2. আপনি 'নিজের সম্পর্কে' একটি কাস্টম মেসেজ তৈরি করতে পারবেন বা নিজের সম্পর্কে বেছে নিন বিভাগে আগে থেকে সেট করা মেসেজ বেছে নিতে পারবেন।
আপনার ফোন নম্বর এডিট করতে
আপনার ফোন নম্বর আপডেট করার প্রক্রিয়া শুরু করতে ফোন নম্বর-এর ফিল্ডে এডিট করুন
> পরবর্তী-তে ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না