WhatsApp Messenger এবং WhatsApp Business অ্যাপ এর মধ্যে একটি অ্যাপ থেকে আরেকটিতে পরিবর্তন করা সম্পর্কে

WhatsApp Messenger এবং WhatsApp Business অ্যাপ, দুটো সম্পূর্ণ ভিন্ন অ্যাপ। আপনি একসাথে দুটি অ্যাপের জন্য একই ফোন নম্বর ব্যবহার করতে পারবেন না, তবে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে পরিবর্তন করতে পারবেন।
আপনার অ্যাকাউন্টের তথ্য WhatsApp Messenger থেকে WhatsApp Business অ্যাপে ট্রান্সফার করা সহজ এবং সরল। Android এবং iPhone-এ কীভাবে WhatsApp Messenger অ্যাকাউন্ট থেকে WhatsApp Business অ্যাপে পরিবর্তন করবেন সেই সম্পর্কে জানুন।
এছাড়াও WhatsApp Business অ্যাপ থেকে WhatsApp Messenger-এ পরিবর্তন করতে পারবেন। Android এবং iPhone-এ কীভাবে WhatsApp Business অ্যাপ থেকে WhatsApp Messenger-এ পরিবর্তন করবেন সেই সম্পর্কে জানুন।
দ্রষ্টব্য: আপনার অ্যাকাউন্টের কিছু তথ্য WhatsApp Business অ্যাপ থেকে WhatsApp Messenger-এ ট্রান্সফার করা গেলেও, WhatsApp Business অ্যাপের বৈশিষ্ট্য WhatsApp Messenger-এ ট্রান্সফার করা যাবে না। এর মানে WhatsApp Business অ্যাপের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কিত অ্যাকাউন্টের তথ্য, যেমন ক্যাটালগের আইটেম এবং কালেকশন ট্রান্সফার করা যাবে না।

সংশ্লিষ্ট রিসোর্স:

WhatsApp Business অ্যাপ সম্পর্কে

এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?

হ্যাঁ
না