কীভাবে ভয়েস মেসেজ পাঠাবেন
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
আপনি যদি মেসেজ লিখতে না চান, তাহলে আপনার কথা রেকর্ড করে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন।
ভয়েস মেসেজ পাঠান
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- আপনি মেসেজ বক্সটি বেছে নিয়েছেন তা নিশ্চিত করুন।
- ভয়েস > ভয়েস চাপুন এবং আপনার ভয়েস মেসেজ রেকর্ড করতে কথা বলা শুরু করুন।
- রেকর্ডিং বন্ধ করতে বন্ধ করুন চাপুন।
- এরপর, আপনি এগুলো করতে পারেন:
- ভয়েস মেসেজ শুনতে প্লে করুন চাপুন।
- ভয়েস মেসেজ পাঠাতে পাঠান চাপুন।
- ভয়েস মেসেজটি বাদ দিতে বাদ দিন চাপুন।
<দ্রষ্টব্য: যদি আপনার মেসেজের শুরুর অংশটি রেকর্ড না হয়ে থাকে তাহলে আপনাকে কথা বলা শুরু করার পূর্বে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে।
পাঠানো ভয়েস মেসেজে আপনি যা দেখতে পাবেন:
- আপনার প্রাপক যে ভয়েস মেসেজ শোনেননি তাতে একটি সবুজ রঙের মাইক্রোফোনদেখাবে।
- আপনার প্রাপক যে ভয়েস মেসেজ শুনেছেন তাতে একটিনীল রঙের মাইক্রোফোনদেখাবে।
দ্রষ্টব্য: নিচের ভিডিওটি শুধুমাত্র সেই WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য যাদের কাছে JioPhone বা JioPhone 2 আছে।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে ভয়েস মেসেজ প্লে করতে হয়