কীভাবে ভয়েস মেসেজ পাঠাবেন

Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
আপনি যদি মেসেজ লিখতে না চান, তাহলে আপনার কথা রেকর্ড করে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন।
ভয়েস মেসেজ পাঠান
  1. একক বা গ্রুপ চ্যাট খুলুন।
  2. আপনি মেসেজ বক্সটি বেছে নিয়েছেন তা নিশ্চিত করুন।
  3. ভয়েস > ভয়েস চাপুন এবং আপনার ভয়েস মেসেজ রেকর্ড করতে কথা বলা শুরু করুন।
  4. রেকর্ডিং বন্ধ করতে বন্ধ করুন চাপুন।
  5. এরপর, আপনি এগুলো করতে পারেন:
    • ভয়েস মেসেজ শুনতে প্লে করুন চাপুন।
    • ভয়েস মেসেজ পাঠাতে পাঠান চাপুন।
    • ভয়েস মেসেজটি বাদ দিতে বাদ দিন চাপুন।
<দ্রষ্টব্য: যদি আপনার মেসেজের শুরুর অংশটি রেকর্ড না হয়ে থাকে তাহলে আপনাকে কথা বলা শুরু করার পূর্বে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে।
পাঠানো ভয়েস মেসেজে আপনি যা দেখতে পাবেন:
  • আপনার প্রাপক যে ভয়েস মেসেজ শোনেননি তাতে একটি সবুজ রঙের মাইক্রোফোন
    দেখাবে।
  • আপনার প্রাপক যে ভয়েস মেসেজ শুনেছেন তাতে একটিনীল রঙের মাইক্রোফোন
    দেখাবে।
দ্রষ্টব্য: নিচের ভিডিওটি শুধুমাত্র সেই WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য যাদের কাছে JioPhone বা JioPhone 2 আছে।

সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না