লিঙ্ক করা ডিভাইসে পূর্ববর্তী মেসেজ সম্পর্কে
ওয়েব ও ডেস্কটপ
Windows
আপনি কোনও ডিভাইস লিঙ্ক করলেই আপনার অতি-সাম্প্রতিক পূর্ববর্তী মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কপি আপনার ফোন থেকে নতুন লিঙ্ক করা ডিভাইসে পাঠানো হয়, সেখানে এটি স্থানীয়ভাবে স্টোর করা হয়। আপনার চ্যাটে মেসেজের সংখ্যার উপর ভিত্তি করে লিঙ্ক করা ডিভাইসে আপনার পূর্ববর্তী মেসেজ আসতে কয়েক মিনিট সময় লাগতে পারে।
দ্রষ্টব্য: লিঙ্ক করা ডিভাইসে আপনার ফোনের সবগুলি মেসেজ ও চ্যাট সিঙ্ক করা থাকে না। WhatsApp ওয়েব এর চেয়ে WhatsApp ডেস্কটপ-এ আরও বেশি পূর্ববর্তী মেসেজ সিঙ্ক হয়। আপনার সম্পূর্ণ পূর্ববর্তী মেসেজ দেখতে বা খুঁজতে নিজের ফোনে দেখুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- লিঙ্ক করা ডিভাইস সম্পর্কে
- কীভাবে ডিভাইস লিঙ্ক করবেন