কীভাবে গ্রুপের অ্যাডমিন ম্যানেজ করা যায়
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
গ্রুপের যেকোনও অ্যাডমিন সেই গ্রুপের যেকোনও সদস্যকে অ্যাডমিন করতে পারবেন। গ্রুপে একাধিক অ্যাডমিন থাকতে পারবেন। যিনি গ্রুপ তৈরি করেছেন তাকে সরানো যাবে না এবং তিনি গ্রুপ থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত অ্যাডমিন থাকবেন।
কোনও সদস্যকে অ্যাডমিন করতে
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে, বিকল্প > গ্রুপের তথ্য-তে চাপুন।
- বিকল্পভাবে আপনার চ্যাট তালিকা থেকে গ্রুপটি বেছে নিন। এরপর, বিকল্প > গ্রুপের তথ্য-তে চাপুন।
- আপনি যাকে অ্যাডমিন করতে চান সেই সদস্যের নাম বেছে নিন।
- বিকল্প > গ্রুপ অ্যাডমিন করুন-এ চাপুন।
অ্যাডমিন থেকে সরিয়ে দিতে
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে, বিকল্প > গ্রুপের তথ্য-তে চাপুন।
- বিকল্পভাবে আপনার চ্যাট তালিকা থেকে গ্রুপটি বেছে নিন। এরপর, বিকল্প > গ্রুপের তথ্য-তে চাপুন।
- আপনি যে অ্যাডমিনকে সরিয়ে দিতে চান তাকে বেছে নিন।
- বিকল্প > অ্যাডমিন হিসাবে বাতিল করুন-এ চাপুন।