গ্রুপের অ্যাডমিন কীভাবে পরিচালনা করবেন

Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
গ্রুপের যেকোনও অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারবেন। গ্রুপে একাধিক অ্যাডমিন থাকতে পারবেন। যিনি গ্রুপ তৈরি করেছেন তাকে সরানো যাবে না এবং তিনি গ্রুপ থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত অ্যাডমিন থাকবেন।
কোনও সদস্যকে অ্যাডমিন করতে
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
    • বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গিয়ে গ্রুপটি বাঁদিকে সোয়াইপ করুন। এরপর, আরও > গ্রুপের তথ্য ট্যাপ করুন।
  2. আপনি যে সদস্যকে অ্যাডমিন করতে চান তার নামে ট্যাপ করুন।
  3. গ্রুপের অ্যাডমিন করুন ট্যাপ করুন।
একসাথে একাধিক সদস্যকে অ্যাডমিন করুন
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
    • বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গিয়ে গ্রুপটি বাঁদিকে সোয়াইপ করতে পারেন। এরপর, আরও > গ্রুপের তথ্য ট্যাপ করুন।
  2. গ্রুপের সেটিংস > গ্রুপ অ্যাডমিনদের এডিট করুন ট্যাপ করুন।
  3. আপনি যে সদস্যদের অ্যাডমিন বানাতে চান তাদের বেছে নিন।
  4. হয়ে গেছে-তে ট্যাপ করুন।
একজন অ্যাডমিনকে সরিয়ে দিন
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
    • বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গিয়ে গ্রুপটি বাঁদিকে সোয়াইপ করুন। এরপর, আরও > গ্রুপের তথ্য ট্যাপ করুন।
  2. আপনি যে অ্যাডমিনকে সরিয়ে দিতে চান তার নামে ট্যাপ করুন।
  3. অ্যাডমিন থেকে সরিয়ে দিন ট্যাপ করুন।
একসাথে একাধিক অ্যাডমিনকে সরিয়ে দিন
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
    • বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গিয়ে গ্রুপটি বাঁদিকে সোয়াইপ করুন। এরপর, আরও > গ্রুপের তথ্য ট্যাপ করুন।
  2. গ্রুপের সেটিংস > গ্রুপ অ্যাডমিনদের এডিট করুন ট্যাপ করুন।
  3. আপনি যাদের অ্যাডমিন থেকে সরিয়ে দিতে চান তাদের নামের পাশে টিক চিহ্ন তুলে দিন।
  4. হয়ে গেছে-তে ট্যাপ করুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না