কীভাবে 'ক্লিক করে চ্যাট করুন' বৈশিষ্ট্যটি ব্যবহার করবেন
WhatsApp-এর 'ক্লিক করে চ্যাট করুন' বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি নিজের ঠিকানার বইতে কোনও ব্যক্তির ফোন নম্বর সেভ না করেই তার সাথে চ্যাট শুরু করতে পারবেন। যদি সেই ব্যক্তির ফোন নম্বর আপনার কাছে থাকে এবং তার WhatsApp অ্যাকাউন্ট চালু থাকে, তাহলে আপনি একটি লিঙ্ক তৈরি করে তার সাথে চ্যাট শুরু করতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করলেই, অটোমেটিক্যালি ওই ব্যক্তির সাথে একটি চ্যাট খুলবে। আপনার ফোন এবং WhatsApp Web দুটোতেই 'ক্লিক করে চ্যাট করুন' বৈশিষ্ট্যটি কাজ করবে।
আপনার লিঙ্ক তৈরি করতে
https://wa.me/<number>
ব্যবহার করুন, যেখানে আন্তর্জাতিক ফর্ম্যাটে সম্পূর্ণ ফোন নম্বর <number>
লেখা থাকবে। আন্তর্জাতিক ফর্ম্যাটে ফোন নম্বর লেখার সময় শূন্য, ব্র্যাকেট অথবা ড্যাশ লিখবেন না।যেমন:
ব্যবহার করুন:
https://wa.me/1XXXXXXXXXX
ব্যবহার করবেন না:
https://wa.me/+001-(XXX)XXXXXXX
আগে থেকে লেখা মেসেজ ব্যবহার করে আপনার লিঙ্ক তৈরি করুন
আগে থেকে লেখা মেসেজটি চ্যাটের টেক্সট ফিল্ডে অটোমেটিক্যালি দেখা যাবে।
https://wa.me/whatsappphonenumber?text=urlencodedtext
ব্যবহার করুন, যেখানে আন্তর্জাতিক ফর্ম্যাটে whatsappphonenumber
হিসেবে সম্পূর্ণ ফোন নম্বর লেখা থাকবে এবং urlencodedtext
হবে URL-এনকোড করা আগে থেকে লেখা মেসেজ।উদাহরণ:
https://wa.me/1XXXXXXXXXX?text=I'm%20interested%20in%20your%20car%20for%20sale
আগে থেকে লেখা মেসেজ সহ একটি লিঙ্ক তৈরি করতে,
https://wa.me/?text=urlencodedtext
ব্যবহার করুনউদাহরণ: https://wa.me/?text=I'm%20inquiring%20about%20the%20apartment%20listing`
লিঙ্কটিতে ক্লিক করার পর, আপনাকে পরিচিতির তালিকা দেখানো হবে যাদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন।
'WhatsApp-এ চ্যাট করুন' বোতামটি কীভাবে ব্যবহার করবেন
'WhatsApp-এ চ্যাট করুন' বোতামটি ব্র্যান্ড করা এবং এটি ব্র্যান্ডের নির্দেশিকা অনুসরণ করে। ব্র্যান্ডের নির্দেশিকা অনুসরণ করে সম্ভাব্য যেসব গ্রাহক আপনার সাথে কথোপকথন করতে চান তাদের কাছে এই বোতামটি পরিচিত এবং বিশ্বস্ত মনে হবে। 'WhatsApp-এ চ্যাট করুন' বোতামটি ছোট, মাঝারি এবং বড় এই তিনটি সাইজে সবুজ এবং সাদা রঙে পাওয়া যাবে।
'WhatsApp-এ চ্যাট করুন' এর অফিসিয়াল বোতামটি দেখতে কেমন তার দুটি উদাহরণ নিচে দেখুন:


দ্রষ্টব্য: 'WhatsApp-এ চ্যাট করুন' বোতামটি বর্তমানে শুধু ইংরেজি ভাষায় উপলভ্য রয়েছে।
'WhatsApp-এ চ্যাট করুন' বোতামটি ব্যবহার করে এনগেজমেন্ট বাড়াতে নিচের এগুলি অনুসরণ করুন:
- বোতামটি যেমন আছে তেমন ব্যবহার করুন। বোতামটি পরিবর্তন করবেন না।
- বোতামটির সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। আপনি বোতামের ডিজাইন এখানে ডাউনলোড করতে পারবেন।
- বোতামটি দেখা যাচ্ছে ও সহজে পড়া যাচ্ছে সেটি নিশ্চিত করুন।
'WhatsApp-এ চ্যাট করুন' বোতামটি আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন যেমন:
- ডেস্কটপ ব্রাউজারের ল্যান্ডিং পেজে
- কন্ট্যাক্ট পেজে
- মোবাইল অ্যাপে
- আপনার ওয়েবসাইটের মোবাইল ভার্সনে
- থার্ড-পার্টি ডেভেলপারদের টেমপ্লেটে
HTML কোডের উদাহরণ
- SVG ইমেজ এম্বেড করতে:
- PNG ইমেজ এম্বেড করতে
<a aria-label="Chat on WhatsApp" href="https://wa.me/1XXXXXXXXXX">
<img alt="Chat on WhatsApp" src="WhatsAppButtonGreenLarge.svg" />
</a>
<a aria-label="Chat on WhatsApp" href="https://wa.me/1XXXXXXXXXX">
<img alt="Chat on WhatsApp" src="WhatsAppButtonGreenLarge.png" />
</a>
সংশ্লিষ্ট রিসোর্স: