কীভাবে মিডিয়া, পরিচিতি বা লোকেশন পাঠাবেন
KaiOS
আপনি WhatsApp মেসেজে ইমোজি, মিডিয়া, পরিচিতি বা লোকেশন পাঠাতে পারবেন।
ইমোজি, মিডিয়া, পরিচিতি বা লোকেশন পাঠান
- একটি WhatsApp চ্যাট খুলুন।
- + চাপুন।
- আপনি যা পাঠাতে চান তা বেছে নিন, তারপর:
- ইমোজি বেছে নিয়ে পাঠাতে ইমোজি-তে চাপুন।
- জিআইএফ বেছে নিয়ে সেটি পাঠানোর জন্য জিআইএফ বিকল্পে চাপুন।
- ক্যামেরা ব্যবহার করে ফটো তোলার জন্য ছবি তুলুন-এ চাপুন অথবা আপনার গ্যালারি থেকে ফটো বেছে নিন। এছাড়াও, আপনার ফটোতে ক্যাপশন যোগ করতে পারবেন।
- আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করতে ভিডিও চাপুন অথবা আপনার ফোন থেকে ভিডিও বেছে নিন। এছাড়াও, আপনার ভিডিওতে ক্যাপশন যোগ করতে পারবেন।
- আপনার ফোন থেকে আগের কোনও অডিও ফাইল পাঠাতে অডিও চাপুন।
- আপনার ফোনের ঠিকানা বইয়ে সেভ করা পরিচিতির তথ্য পাঠাতে পরিচিতি চাপুন।
- আপনার লোকেশন বা নিকটবর্তী কোনও লোকেশন পাঠাতে লোকেশন চাপুন।
- পাঠান চাপুন।
দ্রষ্টব্য: WhatsApp-এর মাধ্যমে পাঠানো যাবে বা ফরোয়ার্ড করা যাবে এমন সকল ফটো, ভিডিও ও অডিও ফাইলের সর্বাধিক অনুমোদিত সাইজ হলো ১০ এমবি যদি ফোনে ৫১২ এমবি মেমরি থাকে এবং কম মেমরির ফোনের জন্য ৫ এমবি।
মিডিয়া সেভ করুন
আপনি WhatsApp-এ পাওয়া মিডিয়া সেভ করতে চাইলে বিকল্প > সেটিংস > চ্যাট > গ্যালারিতে মিডিয়া দেখুন বিকল্পে চাপুন। ফটো এবং ভিডিও আপনার ফোনের গ্যালারি এবং ভিডিও-তে সেভ করা হবে।