কার্ট ব্যবহার করে কীভাবে অর্ডার করবেন

Android
iPhone
আপনি কোনও বিজনেসের ক্যাটালগ দেখার সময় বিজনেসকে মেসেজ করুন বোতামটি ব্যবহার করে কথোপকথন শুরু করতে পারবেন অথবা কার্টে যোগ করুন বোতাম ব্যবহার করে অর্ডারের প্রসেস শুরু করতে পারবেন।
কার্টে প্রোডাক্ট যোগ করা
  1. WhatsApp খুলুন।
  2. বিজনেসের সাথে করা আপনার চ্যাটে বা তাদের বিজনেস প্রোফাইলে যান।
  3. বিজনেসের ক্যাটালগ অ্যাক্সেস করতে সেই বিজনেসের নামের পাশে থাকা শপিং বোতাম
    আইকনে ট্যাপ করুন।
  4. সমস্ত প্রোডাক্ট ব্রাউজ করুন।
  5. আপনার কার্টে আইটেমটি যোগ করতে সেই আইটেমের পাশে থাকা
    ট্যাপ করুন। অথবা আপনি আইটেমটি ট্যাপ করে প্রোডাক্টের বিবরণের পেজটি খুলতে পারেন। কার্টে যোগ করুন-এ ট্যাপ করুন।
    • আপনার কার্টে কোনও আইটেমের পরিমাণ বাড়াতে বা কমাতে
      অথবা
      ট্যাপ করুন।
এছাড়াও আপনি বিজনেসকে মেসেজ করুন-এ ট্যাপ করে প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসাও করতে পারবেন। একাধিক আইটেম সম্পর্কে জিজ্ঞাসা করতে, আপনার কার্টে সেই সব প্রোডাক্ট যোগ করে সেগুলির বিষয়ে আপনার প্রশ্ন লিখে একটি মেসেজের মাধ্যমেই পাঠাতে পারেন। এরপর বিক্রেতা নিশ্চিত করলে তবেই অর্ডারটি চূড়ান্ত হবে।
আপনার কার্ট এডিট করা
  1. কার্টে কী কী প্রোডাক্ট যোগ করা হয়েছে তা দেখতে ক্যাটালগ মেনু থেকে বা বিজনেসের সাথে করা আপনার মেসেজে কার্ট দেখুন বা
    ট্যাপ করুন।
  2. ক্যাটালগে ফিরে গিয়ে নেভিগেট করতে ও আরও প্রোডাক্ট যোগ করতে আরও যোগ করুন-এ ট্যাপ করুন।
  3. আপনার কার্টে কোনও আইটেমের পরিমাণ বাড়াতে বা কমাতে
    অথবা
    ট্যাপ করুন।
অর্ডার করা
  1. আপনার কার্ট আপডেট করা হয়ে গেলে সেটি বিক্রেতাকে পাঠাতে, অর্ডার করুন বোতামটি ট্যাপ করুন।
  2. পাঠানো হয়ে গেলে, আপনার অর্ডারের বিবরণ দেখতে বিক্রেতার সাথে আপনার চ্যাট উইন্ডোতে কার্ট দেখুন-এ ট্যাপ করতে পারেন।
সংশ্লিষ্ট রিসোর্স:
  • কার্ট সম্পর্কে
  • Android-এ কীভাবে কার্ট ব্যবহার করে অর্ডার করবেন
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না