Microsoft Edge-এ বিজ্ঞপ্তি গ্রহণ করা যাচ্ছে না
ওয়েব ও ডেস্কটপ
WhatsApp Web-এ যদি আপনি বিজ্ঞপ্তি না পেয়ে থাকেন, তাহলে আপনার ব্রাউজারে বিজ্ঞপ্তি চালু আছে কি না নিশ্চিত করুন।
বিজ্ঞপ্তি চালু করুন
- আপনার ব্রাউজারে গিয়ে আপনার চ্যাট তালিকার উপরের নীল রঙের ব্যানারে থাকা ডেস্কটপ বিজ্ঞপ্তি চালু করুন ক্লিক করুন।
- স্ক্রিনের প্রম্পটটি দেখুন।
দ্রষ্টব্য: যদি আপনি নীল রঙের ব্যানার দেখতে না পান, পেজটি রিফ্রেশ করে দেখুন। এরপরেও যদি ব্যানার দেখতে না পান, তাহলে হয়ত আপনি WhatsApp-এর সেটিংসে বিজ্ঞপ্তি বন্ধ করেছেন বা মিউট করে রেখেছেন।
বিজ্ঞপ্তি আনব্লক করুন
- আপনার ব্রাউজারে গিয়ে আরও আইকন > সেটিংস > সাইট এর অনুমতি > বিজ্ঞপ্তি ক্লিক করুন।
- যদি "https://web.whatsapp.com" ব্লক তালিকার নিচে থাকে, তাহলে এটির পাশে থাকা আরও আইকন > অনুমতি দিন ক্লিক করুন।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি:
- কীভাবে WhatsApp Web বা Desktop এ বিজ্ঞপ্তি পরিবর্তন করা যায়
- বিজ্ঞপ্তি গ্রহণ করা যাচ্ছে না: Chrome | Firefox | Opera | Safari