গ্রুপে সাময়িক মেসেজ কীভাবে চালু বা বন্ধ করা যায়

Android
iOS
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Mac
আপনি সাময়িক মেসেজ চালু করে WhatsApp থেকে চলে যাবে এমন মেসেজ পাঠাতে পারবেন।
  • আপনি সাময়িক মেসেজ চালু করলে, মেসেজ রেখে না দিলে সেটি যাতে পাঠানোর ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন পর চলে যায় তার জন্য নির্দিষ্ট সময় সেট করতে পারবেন।
  • সাময়িক মেসেজ চ্যাটে রেখে দেওয়া যাবে যাতে সেগুলি চলে না যায়। রেখে দেওয়া মেসেজ সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
  • আপনি আগে থেকে থাকা একাধিক চ্যাটের জন্য সাময়িক মেসেজ চালু করতে পারেন এবং চ্যাটে পাঠানো নতুন মেসেজ আপনার বেছে নেওয়া সময়ের পরে চলে যাবে। আপনার শেষ বেছে নেওয়া সময়কাল চ্যাটে থাকা নতুন মেসেজগুলি নিয়ন্ত্রণ করবে, আপনার পাঠানো বা গ্রহণ করা আগের মেসেজগুলি নয়।
  • আপনি নিজের সকল চ্যাটের জন্য অথবা নির্দিষ্ট চ্যাটের জন্য সাময়িক মেসেজ চালু করতে পারেন।
সাময়িক মেসেজ চালু করুন
গ্রুপ চ্যাটে, গ্রুপের যেকোনও সদস্য সাময়িক মেসেজ চালু করতে পারবেন। তবে, একজন গ্রুপ অ্যাডমিন গ্রুপের সেটিংস পরিবর্তন করে শুধুমাত্র অ্যাডমিনদের সাময়িক মেসেজ চালু করার অনুমতি দিতে পারবেন। কীভাবে গ্রুপ অ্যাডমিনের সেটিংস পরিবর্তন করবেন তা জানতে এই নিবন্ধটি দেখুন।
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন।
  2. গ্রুপের নামে ক্লিক করুন।
  3. সাময়িক মেসেজ ক্লিক করুন।
    • অনুরোধ জানানো হলে, চালিয়ে যান-এ ক্লিক করুন।
  4. ২৪ ঘণ্টা, ৭ দিন অথবা ৯০ দিন বেছে নিন।
  5. আপনি যে সকল চ্যাট চালু করতে চান তা বেছে নিন।
  6. ক্লিক করুন
আপনি নতুন গ্রুপ চ্যাট তৈরি করার সময়ও সাময়িক মেসেজ চালু করতে পারবেন।
সাময়িক মেসেজ বন্ধ করুন
গ্রুপের অ্যাডমিন যদি সাময়িক মেসেজ বন্ধ করার অনুমতি শুধুমাত্র অ্যাডমিনদের মধ্যে সীমাবদ্ধ না রাখেন, তাহলে গ্রুপ চ্যাটের যেকেউ যেকোনও সময় এটি বন্ধ করতে পারবেন। আপনি সময়সীমা শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত নির্দিষ্ট মেসেজ রেখে দেওয়ার বিকল্প বেছে নিতে পারবেন যাতে সেগুলি চলে না যায়, তবে আপনি যদি সাময়িক মেসেজ বন্ধ করেন তাহলে সেগুলি রেখে দেওয়ার বিকল্প পাবেন না।
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন।
  2. গ্রুপের নামে ক্লিক করুন।
  3. সাময়িক মেসেজ ক্লিক করুন।
    • অনুরোধ জানানো হলে, চালিয়ে যান ক্লিক করুন।
  4. বন্ধ করুন বেছে নিন।
  5. আপনি যে সকল চ্যাট বন্ধ করতে চান তা বেছে নিন।
  6. ক্লিক করুন
সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না