মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে সমস্যা হলে
WhatsApp-এ মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে না পারার অন্যতম কারণ হল আপনার ইন্টারনেটের খারাপ কানেকশন। কানেকশনে সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয় তা এখানে দেখুন: Android | iPhone
আপনার ফোন ইন্টারনেটের সাথে কানেক্ট করা আছে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকলে, নিচের কিছু কারণে হয়ত আপনার WhatsApp মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে সমস্যা হতে পারে:
- আপনার ফোন রিস্টার্ট অথবা বন্ধ করে আবার চালু করা প্রয়োজন।
- আপনি যে পরিচিতিকে মেসেজ পাঠাচ্ছেন তিনি আপনার নম্বর ব্লক করেছেন। এই নিবন্ধ থেকে আরও জানুন।
- আপনি প্রাথমিক যাচাইকরণ প্রক্রিয়া শেষ করেননি। যাচাইকরণ সম্পর্কে এখান থেকে জানুন: Android | iPhone।
- যে পরিচিতির নম্বরে আপনি WhatsApp মেসেজ পাঠানোর চেষ্টা করছেন সেটি আপনার ফোনে ঠিকমতো সেভ করা হয়নি। প্রতিটি ফোন নম্বরের সঠিক ফর্ম্যাট সম্বন্ধে এখান থেকে জানুন।