দেশের বাইরে থাকার সময় WhatsApp-এর ব্যবহার সম্পর্কে

আপনি দেশের বাইরে গেলেও মোবাইল ডেটা বা ওয়াই-ফাই এর মাধ্যমে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
আপনি ভ্রমণের সময় সেখানকার স্থানীয় সিম কার্ড ব্যবহার করলেও নিজের দেশের নম্বর দিয়ে WhatsApp ব্যবহার করতে পারবেন। তবে স্থানীয় সিম কার্ড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট পুনরায় যাচাই করার প্রয়োজন হলে সেটি করতে পারবেন না। WhatsApp-এ ফোন নম্বর পুনরায় যাচাই / যাচাই করতে আপনার ফোনে অবশ্যই ফোন কল বা এসএমএস গ্রহণের পরিষেবা আছে এমন সিম কার্ড চালু থাকতে হবে।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না