গ্রাহকদের সাথে প্রোডাক্ট বা পরিষেবা কীভাবে শেয়ার করবেন
ওয়েব ও ডেস্কটপ
Android
iPhone
ক্যাটালগ শেয়ার করার মাধ্যমে আপনার নতুন ও আগে থেকে থাকা গ্রাহকদের সাথে নিজের প্রোডাক্ট অথবা পরিষেবা শেয়ার করতে পারবেন।
বিজনেস টিপস: বিজনেসের মালিকরা তাদের গ্রাহকদের সাথে তাদের বিজনেসের কথোপকথনকে এগিয়ে নিয়ে যেতে সক্রিয়ভাবে নিজেদের প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে পারেন।
একক চ্যাট বা গ্রুপ চ্যাটে আপনার ক্যাটালগ শেয়ার করুন
- WhatsApp Business অ্যাপে চ্যাট খুলুন।
- টেক্সট ফিল্ডের পাশে থাকা ট্যাপ করুন।
- এরপর, ট্যাপ করুন।
- উপরে ক্যাটালগ পাঠান-এ ট্যাপ করুন।
- ক্যাটালগের লিঙ্কটি পাঠাতে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: একক বা গ্রুপ চ্যাটে তৈরি করা ক্যাটালগের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
একক চ্যাট বা গ্রুপ চ্যাটে আপনার প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করুন
- WhatsApp Business অ্যাপে চ্যাট খুলুন।
- টেক্সট ফিল্ডের পাশে থাকা ট্যাপ করুন।
- এরপর, ট্যাপ করুন।
- যে প্রোডাক্ট(গুলি) বা পরিষেবা(গুলি) শেয়ার করতে চান তা বেছে নিন।
- আইটেমের লিঙ্কটি পাঠাতে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: একক বা গ্রুপ চ্যাটে তৈরি করা আইটেমের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে আপনার ক্যাটালগ শেয়ার করুন
- WhatsApp Business অ্যাপটি খুলুন।
- সেটিংস > বিজনেস টুল > ক্যাটালগ-এ ট্যাপ করুন।
- আপনি ক্যাটালগ ম্যানেজার-এ এলে, ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে ক্যাটালগের লিঙ্কটি পাঠাতে লিঙ্ক শেয়ার করুন-এ ট্যাপ করুন।
এছাড়াও আপনি নিচের বিকল্পগুলির একটিতে ট্যাপ করে ক্যাটালগ ম্যানেজার থেকে আপনার ক্যাটালগটি শেয়ার করতে পারবেন:
- আরও> ফরোয়ার্ড করুন-এ ট্যাপ করে WhatsApp-এ ক্যাটালগের লিঙ্কটি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।আপনি কোনও পরিচিতিকে খুঁজে নিতে পারবেন অথবা প্রায়শই যোগাযোগ করা হয় এমন লোকজনের তালিকা থেকে নাম বেছে নিতে পারবেন।
- আরও> শেয়ার করুন-এ ট্যাপ করে ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে ক্যাটালগের লিঙ্কটি পাঠাতে পারবেন।
- আরও
দ্রষ্টব্য:ক্যাটালগ ম্যানেজার-এ তৈরি করা ক্যাটালগের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে একটি প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করুন
- WhatsApp Business অ্যাপটি খুলুন।
- সেটিংস > বিজনেস টুল > ক্যাটালগ-এ ট্যাপ করুন।
- যে প্রোডাক্ট বা পরিষেবাটি শেয়ার করতে চান সেটি বেছে নিন।
- লিঙ্ক শেয়ার করুন-এ ট্যাপ করে ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে আইটেমের লিঙ্কটি পাঠাতে পারবেন।
এছাড়াও আপনি নিচের বিকল্পগুলিতে ট্যাপ করে ক্যাটালগ ম্যানেজার থেকে আইটেমটি শেয়ার করতে পারবেন:
- আরও> ফরোয়ার্ড করুন-এ ট্যাপ করে WhatsApp-এ আইটেমের লিঙ্কটি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।আপনি কোনও পরিচিতিকে খুঁজে নিতে পারবেন অথবা প্রায়শই যোগাযোগ করা হয় এমন লোকজনের তালিকা থেকে নাম বেছে নিতে পারবেন।
- আরও> শেয়ার করুন-এ ট্যাপ করে ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে আইটেমের লিঙ্কটি পাঠাতে পারবেন।
- আরও
দ্রষ্টব্য:ক্যাটালগ ম্যানেজার-এ তৈরি করা আইটেমের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।