গ্রাহকদের সাথে প্রোডাক্ট বা পরিষেবা কীভাবে শেয়ার করবেন

ওয়েব ও ডেস্কটপ
Android
iPhone
ক্যাটালগ শেয়ার করার মাধ্যমে আপনার নতুন ও আগে থেকে থাকা গ্রাহকদের সাথে নিজের প্রোডাক্ট অথবা পরিষেবা শেয়ার করতে পারবেন।
বিজনেস টিপস: বিজনেসের মালিকরা তাদের গ্রাহকদের সাথে তাদের বিজনেসের কথোপকথনকে এগিয়ে নিয়ে যেতে সক্রিয়ভাবে নিজেদের প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে পারেন।
একক চ্যাট বা গ্রুপ চ্যাটে আপনার ক্যাটালগ শেয়ার করুন
  1. WhatsApp Business অ্যাপে চ্যাট খুলুন।
  2. টেক্সট ফিল্ডের পাশে থাকা
    ট্যাপ করুন।
  3. এরপর,
    ট্যাপ করুন।
  4. উপরে ক্যাটালগ পাঠান-এ ট্যাপ করুন।
  5. ক্যাটালগের লিঙ্কটি পাঠাতে
    ট্যাপ করুন।
দ্রষ্টব্য: একক বা গ্রুপ চ্যাটে তৈরি করা ক্যাটালগের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
একক চ্যাট বা গ্রুপ চ্যাটে আপনার প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করুন
  1. WhatsApp Business অ্যাপে চ্যাট খুলুন।
  2. টেক্সট ফিল্ডের পাশে থাকা
    ট্যাপ করুন।
  3. এরপর,
    ট্যাপ করুন।
  4. যে প্রোডাক্ট(গুলি) বা পরিষেবা(গুলি) শেয়ার করতে চান তা বেছে নিন।
  5. আইটেমের লিঙ্কটি পাঠাতে
    ট্যাপ করুন।
দ্রষ্টব্য: একক বা গ্রুপ চ্যাটে তৈরি করা আইটেমের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে আপনার ক্যাটালগ শেয়ার করুন
  1. WhatsApp Business অ্যাপটি খুলুন।
  2. সেটিংস > বিজনেস টুল > ক্যাটালগ-এ ট্যাপ করুন।
  3. আপনি ক্যাটালগ ম্যানেজার-এ এলে, ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে ক্যাটালগের লিঙ্কটি পাঠাতে লিঙ্ক শেয়ার করুন-এ ট্যাপ করুন।
    এছাড়াও আপনি নিচের বিকল্পগুলির একটিতে ট্যাপ করে ক্যাটালগ ম্যানেজার থেকে আপনার ক্যাটালগটি শেয়ার করতে পারবেন:
    • আরও
      > ফরোয়ার্ড করুন-এ ট্যাপ করে WhatsApp-এ ক্যাটালগের লিঙ্কটি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।
      আপনি কোনও পরিচিতিকে খুঁজে নিতে পারবেন অথবা প্রায়শই যোগাযোগ করা হয় এমন লোকজনের তালিকা থেকে নাম বেছে নিতে পারবেন।
    • আরও
      > শেয়ার করুন-এ ট্যাপ করে ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে ক্যাটালগের লিঙ্কটি পাঠাতে পারবেন।
দ্রষ্টব্য:ক্যাটালগ ম্যানেজার-এ তৈরি করা ক্যাটালগের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে একটি প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করুন
  1. WhatsApp Business অ্যাপটি খুলুন।
  2. সেটিংস > বিজনেস টুল > ক্যাটালগ-এ ট্যাপ করুন।
  3. যে প্রোডাক্ট বা পরিষেবাটি শেয়ার করতে চান সেটি বেছে নিন।
  4. লিঙ্ক শেয়ার করুন-এ ট্যাপ করে ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে আইটেমের লিঙ্কটি পাঠাতে পারবেন।
    এছাড়াও আপনি নিচের বিকল্পগুলিতে ট্যাপ করে ক্যাটালগ ম্যানেজার থেকে আইটেমটি শেয়ার করতে পারবেন:
    • আরও
      > ফরোয়ার্ড করুন-এ ট্যাপ করে WhatsApp-এ আইটেমের লিঙ্কটি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।
      আপনি কোনও পরিচিতিকে খুঁজে নিতে পারবেন অথবা প্রায়শই যোগাযোগ করা হয় এমন লোকজনের তালিকা থেকে নাম বেছে নিতে পারবেন
    • আরও
      > শেয়ার করুন-এ ট্যাপ করে ইমেল বা অন্যান্য থার্ড-পার্টি মেসেজিং অ্যাপ ব্যবহার করে আইটেমের লিঙ্কটি পাঠাতে পারবেন।
দ্রষ্টব্য:ক্যাটালগ ম্যানেজার-এ তৈরি করা আইটেমের লিঙ্কগুলি কাস্টমাইজ করা যাবে না কারণ সেগুলি অটোমেটিক্যালি তৈরি হয়।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না