কীভাবে পরিচিতি বাদ দিতে হয়

Android
iPhone
  1. WhatsApp খুলুন, এরপর চ্যাট ট্যাবে যান।
  2. নতুন চ্যাট
    ট্যাপ করুন, এরপর আপনি যে পরিচিতিকে বাদ দিতে চান তাকে খুঁজুন অথবা বেছে নিন।
  3. উপরে থাকা পরিচিতির নাম ট্যাপ করুন।
  4. এডিট করুন ট্যাপ করুন, এরপর নিচে স্ক্রোল করুন এবং পরিচিতি বাদ দিন ট্যাপ করুন।
আপনার ফোনের ঠিকানা বই থেকে কোনও পরিচিতি বাদ দিলে সেই পরিচিতির সাথে থাকা আপনার পূর্ববর্তী চ্যাট বাদ দেওয়া হবে না। কীভাবে চ্যাট বাদ দিতে হয় জানতে এই নিবন্ধটি পড়ুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না