কীভাবে গ্রুপ থেকে বেরিয়ে আসবেন এবং গ্রুপ বাদ দেবেন

Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
Mac
আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন তাহলে গ্রুপের সকল সদস্যের জন্য গ্রুপটি বাদ দিতে পারেন। গ্রুপ বাদ দেওয়ার আগে আপনাকে অবশ্যই সব সদস্যকে সরিয়ে দিয়ে গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে।
আপনি গ্রুপটি বাদ দিলে নিজের চ্যাটের তালিকায় আর গ্রুপটি দেখতে পাবেন না এবং আপনার ফোন থেকে গ্রুপের পূর্ববর্তী চ্যাট বাদ হয়ে যাবে। অন্য সদস্যরা তবুও তাদের চ্যাটের তালিকায় গ্রুপটিকে দেখতে পাবেন। যদিও, কেউই আর মেসেজ পাঠাতে পারবেন না।
গ্রুপের সদস্যদের সরান
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
  2. সদস্যের নাম > {participant} কে সরান > ঠিক আছে ট্যাপ করুন।
গ্রুপ থেকে বেরিয়ে আসুন
গ্রুপের সব সদস্যদের সরিয়ে দেওয়ার পরে আপনাকে গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে।
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
  2. গ্রুপ থেকে বেরিয়ে আসুন > বেরিয়ে আসুন-এ ট্যাপ করুন।
গ্রুপ বাদ দিন
আপনি গ্রুপ থেকে বেরিয়ে আসার পর সেই গ্রুপটি বাদ দেওয়ার জন্য বিকল্প পাবেন।
  1. WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
  2. 'গ্রুপ বাদ দিন' আইকন > গ্রুপ বাদ দিন-এ ট্যাপ করুন।
    • আপনি যদি নিজের ফোন থেকে গ্রুপের মিডিয়া বাদ দিতে না চান, তাহলে এই চ্যাটের মিডিয়া বাদ দিন বা এইসব চ্যাটের মিডিয়া বাদ দিন-এর টিক চিহ্ন তুলে দেওয়া হয়েছে কিনা দেখুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না