কীভাবে আপনার ফোন নম্বর পরিবর্তন করবেন
Android
iPhone
নম্বর পরিবর্তন করার বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি নিজের WhatsApp অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা ফোন নম্বরটি একই ফোনে বা নতুন ফোনে পরিবর্তন করতে পারবেন। আপনার ফোন নম্বর পরিবর্তনের আগে:
- আপনার নতুন ফোন নম্বরে এসএমএস বা ফোন কল গ্রহণ করা যায় এবং তাতে মোবাইল ডেটার চালু কানেকশন আছে তা নিশ্চিত করুন।
- আপনার পুরনো ফোন নম্বরটি বর্তমানে আপনার ফোনে WhatsApp-এ রেজিস্টার করা আছে তা নিশ্চিত করুন। আপনি WhatsApp সেটিংস খুলে আপনার প্রোফাইলের ফটো ট্যাপ করে নিজের রেজিস্টার করা ফোন নম্বরটি দেখতে পাবেন।
- সাপোর্ট করা হয় এমন ফোন নম্বর ব্যবহার করছেন কি না নিশ্চিত করুন। সাপোর্ট করা হয় না এমন ফোন নম্বর WhatsApp-এ রেজিস্টার করা যাবে না এবং এর মধ্যে রয়েছে:
- VoIP
- ল্যান্ডলাইন (দ্রষ্টব্য: ল্যান্ডলাইন শুধুমাত্র WhatsApp Business অ্যাপে গ্রহণ করা হয়)
- টোল-ফ্রি নম্বর
- টাকার বিনিময়ে কেনা প্রিমিয়াম নম্বর
- ইউনিভার্সাল অ্যাক্সেস নম্বর (UAN)
- ব্যক্তিগত নম্বর
ফোন নম্বরটি একই ফোনে পরিবর্তন করুন
নতুন ফোন নম্বরসহ সিম কার্ডটি আপনার ফোনে যোগ করুন। এরপর, নিচের এইসব ধাপ সম্পন্ন করুন।
- WhatsApp সেটিংস খুলুন।
- অ্যাকাউন্ট > নম্বর পরিবর্তন করুন > পরবর্তী-তে ট্যাপ করুন।
- প্রথম ফিল্ডে আপনার পুরনো ফোন নম্বর এবং দ্বিতীয় ফিল্ডে আপনার নতুন ফোন নম্বর লিখুন, দুটি নম্বরই সম্পূর্ণ আন্তর্জাতিক ফর্ম্যাটে লিখতে হবে।
- পরবর্তী-তে ট্যাপ করুন।
- আপনি যদি পরিচিতিদের জানানো হোক চালু করেন তাহলে সব পরিচিতি নাকি যেসব পরিচিতির সাথে আমি চ্যাট করি তাদেরকে জানাতে চান সেই বিকল্প অথবা কাস্টম... বেছে নিতে পারবেন। কাস্টম... বেছে নিলে আপনি যাদেরকে জানাতে চান আপনাকে সেই সব পরিচিতি খুঁজে বা বেছে নিয়ে হয়ে গেছে-তে ট্যাপ করতে হবে।
- আপনি নিজের পরিচিতিদের জানান বা না জানান তবুও আপনার ফোন নম্বর পরিবর্তনের সময় আপনার গ্রুপ চ্যাটের সবাইকে অটোমেটিক্যালি জানানো হবে।
- হয়ে গেছে-তে ট্যাপ করুন।
- এরপর আপনাকে নতুন ফোন নম্বর রেজিস্টার করার জন্য অনুরোধ জানানো হবে। আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
ফোন নম্বরটি নতুন ফোনে পরিবর্তন করুন
আপনার পূর্ববর্তী চ্যাট ট্রান্সফার করার জন্য আপনাকে নিজের পুরনো ফোনে একটি iCloud বা কম্পিউটার ব্যাক-আপ তৈরি করে রাখতে হবে। এটি কীভাবে করবেন তা জানতে এই নিবন্ধটি দেখুন। আপনি যদি iCloud বা কম্পিউটার ব্যাক-আপ তৈরি না করেন, সেক্ষেত্রে কীভাবে আপনার ব্যাক-আপ পুনরুদ্ধার করবেন সে সম্পর্কে আরও তথ্যের জন্য আপনাকে Apple সহায়তার ওয়েবসাইট দেখতে হবে।
আপনার ফোন নম্বর পুরনো ফোনে পরিবর্তন করার পর নতুন ফোন নম্বর ব্যবহার করে নিচের এইসব ধাপ অনুসরণ করুন:
- WhatsApp ইনস্টল করুন।
- আবার আপনার নতুন ফোন নম্বরটি রেজিস্টার করুন।
- আপনার ব্যাক-আপ পুনরুদ্ধার করুন।
দ্রষ্টব্য: আপনি যদি নিজের ফোন নম্বর পরিবর্তন করে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার ব্লক করা পরিচিতি ব্লক করাই থাকবে।
সংশ্লিষ্ট রিসোর্স:
- ফোন নম্বর পরিবর্তন করা সম্পর্কে
- ফোন পরিবর্তন করা সম্পর্কে
- Android-এ কীভাবে আপনার ফোন নম্বর পরিবর্তন করবেন
- ফোন নম্বর পরিবর্তন করা যাচ্ছে না