কীভাবে গ্রুপে পরিবর্তন করতে হয়
Android
iOS
KaiOS
ওয়েব
Windows
Mac
Android
iOS
KaiOS
ওয়েব
Windows
Mac
ডিফল্ট অনুযায়ী, গ্রুপের যেকোনও সদস্য গ্রুপের নাম, আইকন, বর্ণনা পরিবর্তন করতে পারবেন। যদিও, গ্রুপের অ্যাডমিন গ্রুপের সেটিংস পরিবর্তন করে শুধুমাত্র অ্যাডমিনদের গ্রুপের তথ্য এডিট করার অনুমতি দিতে পারেন। গ্রুপ অ্যাডমিন কে তা খুঁজে বের করতে, বিকল্প > গ্রুপের তথ্য চাপুন এবং পরিচিতির নামের পাশে গ্রুপ অ্যাডমিন লেখা খুঁজুন।
গ্রুপের তথ্য পরিবর্তন করা
গ্রুপের নাম পরিবর্তন করুন
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে বিকল্প > গ্রুপের তথ্য > ঠিক আছে চাপুন।
- গ্রুপের নাম বেছে নিন, এরপর এডিট করুন চাপুন।
- গ্রুপের নতুন নাম লিখুন, এরপর সেভ করুন চাপুন।
- নামটি ১০০টি অক্ষরের মধ্যে হতে হবে।
গ্রুপের আইকন পরিবর্তন করতে
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে বিকল্প > গ্রুপের তথ্য > ঠিক আছে চাপুন।
- গ্রুপের আইকন বেছে নিন, এরপর বিকল্প চাপুন।
- কোনও ইমেজ যোগ করতে, ফটো বেছে নিন চাপুন এবং ক্যামেরা অথবা গ্যালারি থেকে বেছে নিন।
- হয়ে গেছে-তে চাপুন।
গ্রুপের বর্ণনা পরিবর্তন করতে
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে, বিকল্প > গ্রুপের তথ্য-তে চাপুন।
- গ্রুপের বর্ণনা বেছে নিন, এরপর এডিট করুন চাপুন।
- নতুন বর্ণনা লিখুন, এরপর সেভ করুন চাপুন।