ক্যাটালগের লিঙ্ক শেয়ার করা
Android
iPhone
ক্যাটালগ ব্যবহার করে গ্রাহকরা বিজনেসের প্রোডাক্ট বা পরিষেবা ব্রাউজ করতে, সেই সম্পর্কে প্রশ্ন করতে এবং বিজনেস সম্পর্কে আরও জানতে পারবেন। গ্রাহক তার পছন্দের প্রোডাক্ট বা পরিষেবা বেছে নেওয়ার পাশাপাশি সেগুলো নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারবেন, বা প্রশ্ন জিজ্ঞাসা করতে বিজনেসকে মেসেজ পাঠাতে পারবেন।
ক্যাটালগ থেকে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে:
- ক্যাটালগ-এ যান
- যে আইটেম বা পরিষেবাটি শেয়ার করতে চান সেটি বেছে নিন
- লিঙ্কের আইকন ট্যাপ করুন
- এরপর, আপনি নিচের যেকোনও বিকল্প বেছে নিয়ে আপনার সম্ভাব্য ক্রেতাদের সাথে নিজের ক্যাটালগের কোনও আইটেম শেয়ার করতে পারবেন:
- WhatsApp Business-এর মাধ্যমে লিঙ্ক পাঠান: বিকল্পটির সাহায্যে বেছে নেওয়া আইটেমের লিঙ্কটি WhatsApp-এ শেয়ার করতে পারবেন
- লিঙ্ক কপি করুন
- লিঙ্ক শেয়ার করুন: বিকল্পটি দিয়ে বেছে নেওয়া আইটেমটি ইমেল বা অন্যান্য মেসেজিং অ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন
- যে গ্রুপ বা একক চ্যাটে আইটেম বা পরিষেবাটি শেয়ার করতে চান সেটি বেছে নিন
- পাঠান আইকনে ট্যাপ করুন
যদি প্রাপক WhatsApp Messenger বা WhatsApp Business অ্যাপে লিঙ্কটি দেখেন তাহলে শেয়ার করা লিঙ্কটি থেকে সরাসরি আইটেম বা ক্যাটালগটি খুলবে।
ইমেল বা ব্রাউজারের মাধ্যমে শেয়ার করা হলে, ব্যবহারকারী লিঙ্কটি কীভাবে খুলবেন তা বেছে নেওয়ার অনুমতি নির্বাচক দেবে।
দ্রষ্টব্য: প্রাপক যদি Android 6.0 থেকে পুরনো ভার্সন ব্যবহার করেন তাহলে শেয়ার করা ক্যাটালগের লিঙ্ক নাও খুলতে পারে