লাইভ লোকেশন কীভাবে ব্যবহার করবেন

Android
iPhone
লাইভ লোকেশন বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি একক বা গ্রুপ চ্যাটের সদস্যদের সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিজের রিয়েল-টাইম লোকেশন শেয়ার করতে পারবেন। নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন কি না এবং কতক্ষণ শেয়ার করবেন সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যেকোনও সময় নিজের লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারবেন। বন্ধ করা হয়ে গেলে বা সময় শেষ হলে আপনার লাইভ লোকেশন আর শেয়ার করা হবে না। আপনি যে ব্যক্তিদের সাথে নিজের লাইভ লোকেশন শেয়ার করেছেন তারা আপনার শেয়ার করা লোকেশন একটি স্থির থাম্বনেল ইমেজ হিসেবে দেখতে পাবেন এবং সেই ইমেজটি ট্যাপ করে আপনার সর্বশেষ আপডেট করা লোকেশন দেখতে পারবেন।
এই বৈশিষ্ট্যটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, এর মানে যাদের সাথে এটি শেয়ার করবেন তারা ছাড়া অন্য কেউ আপনার লাইভ লোকেশন দেখতে পারবে না। WhatsApp-এ আপনার নিরাপত্তা সম্পর্কে আরও জানতে WhatsApp-এর নিরাপত্তা বিভাগটি দেখুন। এছাড়াও আপনি WhatsApp-এর গোপনীয়তা নীতি সম্পর্কিত আরও তথ্যের জন্য আমাদের গোপনীয়তা নীতি পড়তে পারেন।
আপনার লাইভ লোকেশন শেয়ার করুন
  1. WhatsApp-এর জন্য লোকেশনের অনুমতি চালু করতে নিজের ফোনের সেটিংস
    থেকে গোপনীয়তা > লোকেশন পরিষেবা > WhatsApp > সবসময়-এ ট্যাপ করুন। অথবা, আপনার ফোনের সেটিংস
    > WhatsApp > লোকেশন > সবসময়-এ যান।
  2. একক বা গ্রুপ চ্যাট খুলুন।
  3. অ্যাটাচ করুন
    > লোকেশন > লাইভ লোকেশন শেয়ার করুন-এ ট্যাপ করুন।
  4. আপনি কতক্ষণের জন্য নিজের লাইভ লোকেশন শেয়ার করতে চান সেটি বেছে নিন। বেছে নেওয়া নির্ধারিত সময়ের পরে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ হবে।
    • ইচ্ছে হলে একটি মন্তব্য যোগ করতে পারেন।
  5. পাঠান
    ট্যাপ করুন।
আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
নির্দিষ্ট কোনও গ্রুপ বা একক চ্যাটে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
  1. একক বা গ্রুপ চ্যাট খুলুন।
  2. শেয়ার করা বন্ধ করুন > শেয়ার করা বন্ধ করুন-এ ট্যাপ করুন।
সব একক বা গ্রুপ চ্যাটে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে
  1. WhatsApp সেটিংস > গোপনীয়তা > লাইভ লোকেশন-এ যান।
  2. শেয়ার করা বন্ধ করুন > শেয়ার করা বন্ধ করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
  • আপনি যেকোনও সময় নিজের ফোনের সেটিংস
    > গোপনীয়তা > লোকেশন পরিষেবা > WhatsApp > কখনও না-তে গিয়ে WhatsApp-এর জন্য লোকেশনের অনুমতি বন্ধ করতে পারবেন।
  • অথবা, আপনার ফোনের সেটিংস
    > WhatsApp > লোকেশন > কখনও না-তে যান।
সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না