কীভাবে ভুল তথ্য ছড়ানো রোধ করা যায়
ফরোয়ার্ড করা হয়েছে এমন মেসেজের লেবেল সম্পর্কে জানুন
মেসেজটি আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সদস্য লিখেছেন নাকি প্রকৃতপক্ষে অন্য কোনও ব্যক্তির কাছ থেকে এসেছে সেটি "ফরোয়ার্ড করা হয়েছে" এমন লেবেলযুক্ত মেসেজের মাধ্যমে সহজে জানা যায়। যখন কোনও মেসেজ পাঁচটি বা তার বেশি চ্যাটে পর্যায়ক্রমে একজন আরেকজনকে ফরোয়ার্ড করেন, অর্থাৎ মেসেজটি মূল প্রেরকের কাছ থেকে আসার পর কমপক্ষে পাঁচবার ফরোয়ার্ড করা হয়েছে, সেই মেসেজ ডবল তীর চিহ্নের আইকন
এবং "অনেকবার ফরোয়ার্ড করা হয়েছে" লেবেল দ্বারা দেখানো হবে। মূল মেসেজটি কে লিখেছেন সেই বিষয়ে আপনি নিশ্চিত না হলে সেটিকে দুবার যাচাই করে দেখুন। ফরোয়ার্ড করার সীমা সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।

কোনও তথ্যের উপর অন্ধবিশ্বাস থাকলে তা ভালোভাবে দেখে নিন
এমন তথ্যের উপর নজর রাখুন যা আপনার আগে থেকে থাকা বিশ্বাসকে নিশ্চিত করে; তথ্য শেয়ার করার আগে সেটি নিজে যাচাই করে দেখুন। যে সকল খবর বিশ্বাস করা কঠিন মনে হয় তা অধিকাংশ ক্ষেত্রেই অসত্য হয়।
অন্য উৎস থেকে তথ্যের সত্যতা যাচাই করুন
প্রায়শই ভুয়ো খবর ভাইরাল হয়ে যায় এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য ফটো, অডিও রেকর্ডিং এবং ভিডিও এডিট করা হতে পারে। কোনও মেসেজ অনেকবার শেয়ার করা হলেই সেটা সত্য বলে প্রমাণিত হয় না। আপনি ভুয়ো তথ্য পেলে সেটি প্রেরককে জানিয়ে দিন যে তিনি আপনাকে ভুল তথ্য পাঠিয়েছেন এবং তাকে মেসেজ শেয়ার করার আগে যাচাই করার বিষয়ে পরামর্শ দিন।
যদি মেসেজটির সত্যতা সম্পর্কে আপনি নিশ্চিত না হন, তাহলে আমরা পরামর্শ দেব খবরটি কোথা থেকে এসেছে তা জানার জন্য বিশ্বস্ত নিউজ সাইট দেখুন। যখন কোনও খবর বিশ্বস্ত উৎস থেকে আসে এবং একাধিক জায়গায় রিপোর্ট করা হয় তখন সেটি সত্যি হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আরও তথ্যের জন্য আপনি তথ্য-পরীক্ষক বা আপনার বিশ্বস্ত লোকজনের সাথে পরামর্শ করতে পারেন। আন্তর্জাতিক তথ্য-পরীক্ষার নেটওয়ার্কের সাথে সংযুক্ত তথ্য-পরীক্ষকের তালিকার জন্য এই নিবন্ধটি দেখুন।
কোনও পরিচিতি বারবার ভুয়ো খবর পাঠাতে থাকলে, তার বিষয়ে রিপোর্ট করুন। কীভাবে মেসেজ, পরিচিতি বা গ্রুপের বিষয়ে রিপোর্ট করতে হয় তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
দেখতে অন্যরকম লাগছে এমন মেসেজ থেকে সতর্ক থাকুন
আপনি অনেক অপ্রয়োজনীয় মেসেজ এবং লিঙ্ক পেতে পারেন যেগুলিতে বানান বা ব্যাকরণের ভুল থাকতে পারে অথবা আপনাকে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলা হতে পারে। কীভাবে এই ধরনের মেসেজ শনাক্ত এবং পরিচালনা করতে হয় তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
দ্রষ্টব্য: যদি আপনি মনে করেন যে আপনার বা অন্য কারো মানসিক বা শারীরিকভাবে বিপদের ঝুঁকি আছে, তাহলে অনুগ্রহ করে আপনার স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। এই সকল ক্ষেত্রে সাহায্য করার জন্য স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছেন।
সংশ্লিষ্ট রিসোর্স: