সন্দেহজনক লিঙ্ক সম্পর্কে
Android
iPhone
ওয়েব ও ডেস্কটপ
আপনার চ্যাটে পাওয়া কিছু লিঙ্কে আপনি হয়ত সন্দেহজনক লিঙ্কের নির্দেশক দেখতে পাবেন।

লিঙ্কটির কিছু অক্ষর অস্বাভাবিক মনে হলে এই নির্দেশকটি দেখানো হতে পারে। স্প্যামার বিভিন্ন অক্ষরের সমন্বয় ব্যবহার করে যাতে আপনাকে কৌশলে সেই লিঙ্কে ক্লিক করানো যায়। আপাতভাবে এই সব লিঙ্ক বৈধ ওয়েবসাইটের বলেই মনে হয়, তবে আসলে তা আপনাকে ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যায়।
সন্দেহজনক লিঙ্কের উদাহরণ:
https://ẉhatsapp.com/free-tickets
দ্রষ্টব্য: প্রথম অক্ষরটি "w" অক্ষর বলে মনে হলেও আসলে অক্ষরটি হলো "ẉ।" অর্থাৎ স্প্যামার হয়তো চালাকির সাহায্যে আপনাকে এমন ওয়েবসাইটে নিয়ে গেছে যা প্রকৃতপক্ষে WhatsApp-এর ওয়েবসাইট নয়।
কোনও লিঙ্ক পাওয়ার পর মেসেজের কন্টেন্ট সাবধানে পর্যালোচনা করুন। কোনো লিঙ্ক সন্দেহজনক হিসেবে চিহ্নিত হলে, আপনি লিঙ্কে ট্যাপ করলে একটি পপ-আপ মেসেজ দেখতে পাবেন। লিঙ্কে কোনও অস্বাভাবিক অক্ষর থাকলে তা মেসেজে স্পষ্টভাবে দেখানো হবে। এরপর, আপনি লিঙ্কটি খুলবেন না কি চ্যাটে ফিরে যাবেন তা বেছে নিতে পারেন।
কোনও লিঙ্ক সন্দেহজনক কি না সেটি নির্ধারণ করতে WhatsApp অটোমেটিক্যালি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করে। আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে, এই যাচাইগুলি সম্পূর্ণভাবে আপনার ডিভাইসে করা হয়। মনে রাখবেন, এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে, WhatsApp আপনার মেসেজে কী লেখা আছে তা দেখতে পাবে না।
কীভাবে WhatsApp-এ নিরাপদ থাকবেন সে সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।