অটোমেটিক-ডাউনলোড কীভাবে কনফিগার করবেন
Android
iPhone
আপনার লেটেস্ট ফটোতে দ্রুত অ্যাক্সেস দিতে WhatsApp আপনার মোবাইল ডেটার মাধ্যমে সমস্ত ইমেজ অটোমেটিক্যালি ডাউনলোড করবে। শুধুমাত্র ওয়াই-ফাইয়ে কানেক্ট করা থাকলে অডিও এবং ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।
আপনি নিজের ব্যক্তিগত পছন্দ সেটিংস > স্টোরেজ এবং ডেটা-তে ট্যাপ করে ম্যানেজ করতে পারবেন। WhatsApp কখন ফটো, অডিও, ভিডিও ও ডকুমেন্ট অটোমেটিক্যালি ডাউনলোড করবে তা এখান থেকে বেছে নিতে পারবেন। প্রত্যেক ধরনের মিডিয়াতে ট্যাপ করে কখনই নয়, ওয়াই-ফাই, বা ওয়াই-ফাই এবং মোবাইল ডেটা বেছে নিন।
দ্রষ্টব্য: করোনাভাইরাস (COVID-19) অতিমারীর সময় সম্ভাব্য মোবাইল নেটওয়ার্ক কনজেশন সম্পর্কিত সমস্যা কম করতে WhatsApp অন্যান্য পরিষেবার সাথে যোগ দিচ্ছে। এই মোবাইল নেটওয়ার্ক ব্যান্ডউইথ সম্পর্কিত সমস্যার সমাধান করতে, আমরা বিশেষ কিছু অঞ্চলে ডকুমেন্ট, ভিডিও এবং অডিও মেসেজ অটোমেটিক-ডাউনলোড করার সুবিধা বন্ধ রেখেছি।
কখনই না
মিডিয়া কখনই অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। ডাউনলোড করতে হলে আপনাকে প্রত্যেকটি ফাইলকে ট্যাপ করতে হবে।
দ্রষ্টব্য: আপনি অটোমেটিক-ডাউনলোড করার সেটিংস 'কখনই নয়' হিসেবে সেট করলে, আপনার ভিডিও অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। কিন্তু, আপনি ‘প্লে’ বোতামে ট্যাপ করলে ভিডিওটি তখনই চালু হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে থাকবে।
ওয়াই-ফাই
আপনার ডিভাইস ওয়াই-ফাই হটস্পটে যেমন আপনার বাড়ির ইন্টারনেটে কানেক্ট করা থাকলে মিডিয়া অটোমেটিক্যালি ডাউনলোড হবে।
ওয়াই-ফাই এবং মোবাইল ডেটা
ইন্টারনেট কানেকশন থাকলেই মিডিয়া অটোমেটিক্যালি ডাউনলোড হবে।
আপনার সীমিত ডেটা প্ল্যান থাকলে আমরা সুপারিশ করব যে মিডিয়া শুধুমাত্র ওয়াই-ফাইয়ে কানেক্ট করা থাকলে অটোমেটিক-ডাউনলোড করুন।