কীভাবে মেসেজে প্রতিক্রিয়া পাঠাবেন
আপনি ইমোজি ব্যবহার করে নিজের একক এবং গ্রুপ চ্যাটের মেসেজে প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনি মেসেজের নিচে প্রতিক্রিয়ার ইমোজিতে ট্যাপ করে একটি মেসেজে দেওয়া সবগুলি প্রতিক্রিয়া দেখতে পারবেন।
দ্রষ্টব্য:
- আপনি প্রতিটি মেসেজের জন্য শুধুমাত্র একটি প্রতিক্রিয়া যোগ করতে পারবেন।
- সাময়িক মেসেজে কোনও প্রতিক্রিয়া যোগ করার পর মেসেজটি চলে গেলে সেটিতে পাঠানো প্রতিক্রিয়াও চলে যাবে।
- প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়ার সংখ্যা লুকানো সম্ভব নয়।
- আপনি প্রতিক্রিয়া সরাতে না পারলে বা প্রতিক্রিয়া সরানোর আগে প্রাপক হয়ত সেটি দেখতে পাবেন। কোনও প্রতিক্রিয়া সরানো না গেলে আপনাকে তা জানানো হবে না।
মেসেজে প্রতিক্রিয়া যোগ করুন
আপনি প্রতিক্রিয়া যোগ করার পর, যে মেসেজটির জন্য প্রতিক্রিয়া জানিয়েছেন শুধুমাত্র তার প্রেরক একটি বিজ্ঞপ্তি পাবেন।
- মেসেজটি দীর্ঘক্ষণ চেপে ধরুন।
- প্রদর্শিত ইমোজি থেকে একটি বেছে নিতে ট্যাপ করুন অথবা আপনার কীবোর্ড থেকে যেকোনও ইমোজি বেছে নিতে ট্যাপ করুন।
আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করুন
আপনি নিজের দেওয়া প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারেন।
- আপনার প্রতিক্রিয়া দেওয়া মেসেজটি দীর্ঘক্ষণ চেপে ধরুন।
- আলাদা একটি ইমোজি ট্যাপ করুন অথবা আপনার কীবোর্ড থেকে অন্য ইমোজি বেছে নিতেট্যাপ করুন।
প্রতিক্রিয়া সরান
আপনি মেসেজে দেওয়া নিজের প্রতিক্রিয়া সরাতে পারেন। আপনি প্রতিক্রিয়া সরালে সেই বিষয়ে মেসেজটির প্রেরকের কাছে কোনও বিজ্ঞপ্তি পাঠানো হবে না।
- আপনি যে মেসেজে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটি দীর্ঘক্ষণ চেপে ধরুন অথবা প্রতিক্রিয়াটি ট্যাপ করুন।
- আপনি যে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটি সরানোর জন্য ওই ইমোজিতে ট্যাপ করুন।