WhatsApp-এ আপনার ফোন নম্বরটি আগে থেকেই দেখা যাচ্ছে সেই সম্পর্কে

সব WhatsApp অ্যাকাউন্টের সাথে মোবাইল ফোনের নম্বর সংযুক্ত থাকে। যেহেতু মোবাইল সেবা প্রদানকারীরা প্রায়শই ফোন নম্বরের রিসাইকেল করে থাকে, তাই এমনটি হতে পারে যে আপনার বর্তমান ফোন নম্বরের পূর্বের মালিক ঐ নম্বরে WhatsApp ব্যবহার করতেন।
যদি আপনার ফোন নম্বরের পূর্বের মালিক তার WhatsApp অ্যাকাউন্টটি বাদ না দিয়ে থাকেন, তাহলে WhatsApp-এ নতুন অ্যাকাউন্ট চালু করার আগেই আপনি এবং আপনার পরিচিতিরা আপনার ফোন নম্বরটি দেখতে পাবেন। এছাড়াও আপনি নিজের ফোন নম্বরের সাথে সংযুক্ত থাকা অন্য কারও প্রোফাইল ফটো এবং সম্পর্কে বিভাগটি দেখতে পাবেন।
উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এর মানে হলো আগের অ্যাকাউন্টটি বাদ দেওয়া হয়নি তাই পুরনো অ্যাকাউন্টের সব তথ্য সিস্টেমে আছে। এর মানে এই নয় যে আপনার ফোন নম্বরের পূর্বের মালিকের কাছে আপনার নতুন ফোন নম্বর দিয়ে চালু করা WhatsApp অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। আপনার কথোপকথন এবং অন্যান্য WhatsApp ডেটা সুরক্ষিত আছে।
রিসাইকেল হওয়া ফোন নম্বর সম্পর্কিত বিভ্রান্তি দূর করতে আমরা অ্যাকটিভ না থাকা অ্যাকাউন্টের উপর নজর রাখি। যদি কোনও অ্যাকাউন্ট ৪৫ দিন ব্যবহার করা না হয় এবং এরপর সেটি অন্য কোনও মোবাইল ডিভাইসে চালু করা হয়, এর মানে আমরা ধরে নিই নম্বরটি রিসাইকেল করা হয়েছে। সাথে সাথে আমরা ফোন নম্বরটির সাথে সংযুক্ত পুরনো অ্যাকাউন্টের ডেটা - যেমন প্রোফাইলের ফটো এবং সম্পর্কে বিভাগটি সরিয়ে ফেলব।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না