WhatsApp-এ কীভাবে Touch ID অথবা Face ID ব্যবহার করবেন
iPhone
অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আপনি WhatsApp-এ Touch ID অথবা Face ID চালু করতে পারেন। চালু করা থাকলে আপনাকে WhatsApp আনলক করতে অবশ্যই Touch ID অথবা Face ID ব্যবহার করতে হবে। WhatsApp লক করা থাকলেও আপনি বিজ্ঞপ্তি থেকে কল এবং মেসেজের উত্তর দিতে পারবেন।
Touch ID বা Face ID চালু করুন
WhatsApp-এ Touch ID অথবা Face ID ব্যবহার করার জন্য আপনাকে নিজের iPhone-এর সেটিংস থেকে এটি চালু করতে হবে।
- WhatsApp সেটিংস খুলুন।
- গোপনীয়তা > স্ক্রিন লক-এ ট্যাপ করুন।
- Touch ID প্রয়োজন অথবা Face ID প্রয়োজন চালু করুন।
- Touch ID বা Face ID ছাড়া WhatsApp কতক্ষণ স্ট্যান্ড-বাই মোডে থাকবে তা বেছে নিন।
Touch ID বা Face ID বন্ধ করতে
- WhatsApp সেটিংস খুলুন।
- গোপনীয়তা > স্ক্রিন লক-এ ট্যাপ করুন।
- Touch ID প্রয়োজন অথবা Face ID প্রয়োজন বন্ধ করুন।
দ্রষ্টব্য: Touch ID বা Face ID দিয়ে WhatsApp আনলক না হলে আপনি নিজের iPhone-এর পাসকোড লিখতে পারেন।