কীভাবে মেসেজের উত্তর দিতে হয়
আপনি 'উত্তর দিন' বৈশিষ্ট্যটি ব্যবহার করে একক বা গ্রুপ চ্যাটের নির্দিষ্ট মেসেজের উত্তর দিতে পারবেন।
Android
- মেসেজটির ডান দিকে সোয়াইপ করুন।
- আপনার উত্তর লিখে পাঠানট্যাপ করুন।
গ্রুপে কারও মেসেজের উত্তর ব্যক্তিগতভাবে দিতে:
- মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন।
- আরও বিকল্প> ব্যক্তিগতভাবে উত্তর দিন-এ ট্যাপ করুন।
iPhone
- মেসেজটির ডান দিকে সোয়াইপ করুন।
- আপনার উত্তর লিখে পাঠানট্যাপ করুন।
গ্রুপে কারও মেসেজের উত্তর ব্যক্তিগতভাবে দিতে:
- মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন।
- আরও > ব্যক্তিগতভাবে উত্তর দিন-এ ট্যাপ করুন।
WhatsApp ওয়েব এবং ডেস্কটপ
- মেসেজটির উপর কার্সর রাখুন, এরপর মেনু> উত্তর দিন-এ ক্লিক করুন
- আপনার উত্তর লিখে পাঠান (অথবা) ক্লিক করুন।
গ্রুপে কারও মেসেজের উত্তর ব্যক্তিগতভাবে দিতে:
- মেসেজটির উপর কার্সর রাখুন, এরপর মেনু-তে ক্লিক করুন।
- মেনু> ব্যক্তিগতভাবে উত্তর দিন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: আপনি কোনও উত্তর পাঠানোর আগেই সেটি বাতিল করতে চাইলে সেই মেসেজটির পাশে থাকা "x" আইকনে ট্যাপ বা ক্লিক করুন।