কীভাবে আপনার WhatsApp Messenger অ্যাকাউন্ট WhatsApp Business অ্যাপে নিয়ে যাবেন
Android
iPhone
আপনি WhatsApp Messenger অ্যাকাউন্ট WhatsApp Business অ্যাপে নিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে নিজের অ্যাকাউন্টের ব্যাক-আপ রাখার জন্য পরামর্শ দিই। কীভাবে ব্যাক-আপ নেবেন তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
বিজনেস টিপস: WhatsApp Business অ্যাপে সুইচ করে বিজনেস নিজেদের বিক্রি বাড়াতে এবং আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছতে পারবে। WhatsApp Business অ্যাপ গ্রাহকদের সাথে কানেক্ট করার এবং প্রোডাক্ট ও পরিষেবা বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের ফ্রি বৈশিষ্ট্য অফার করে।
- WhatsApp Messenger আপডেট করুন এবং Google Play স্টোর থেকে WhatsApp Business অ্যাপটি ডাউনলোড করুন।
- WhatsApp Business অ্যাপটি খুলুন।
- WhatsApp Business অ্যাপের পরিষেবার শর্তাবলী পড়ুন। শর্তাবলী গ্রহণ করতে সম্মত হন এবং চালিয়ে যান-এ ট্যাপ করুন।
- আপনি WhatsApp Messenger-এ যে নম্বরটি ব্যবহার করছেন WhatsApp Business অ্যাপ সেটি অটোমেটিক্যালি খুঁজে পাবে। চালিয়ে যেতে, আপনার বিজনেস নম্বরের সাথে থাকা বিকল্পটি ট্যাপ করুন।
- যে নম্বরটি দেখা যাচ্ছে সেটি যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে অন্য নম্বর ব্যবহার করুন-এ ট্যাপ করুন, এরপর স্ট্যান্ডার্ড যাচাইকরণ প্রসেস অনুসরণ করুন।
- WhatsApp Business অ্যাপকে আপনার পূর্ববর্তী চ্যাট এবং মিডিয়া অ্যাক্সেস করার অনুমতি দিতে চালিয়ে যান > অনুমতি দিন-এ ট্যাপ করুন।
- WhatsApp আপনাকে ৬-সংখ্যার কোড সহ একটি এসএমএস পাঠাবে। আপনার নম্বর যাচাই করতে ৬-সংখ্যার কোডটি লিখুন।
- আপনার বিজনেস প্রোফাইল তৈরি করে পরবর্তী-তে ট্যাপ করুন।
- আপনার WhatsApp Business অ্যাকাউন্ট সক্রিয় হয়ে গেলে, আপনার বিজনেস প্রোফাইল এডিট করা চালিয়ে যেতে পারবেন।