কীভাবে আপনার WhatsApp Messenger অ্যাকাউন্ট WhatsApp Business অ্যাপে নিয়ে যাবেন

Android
iPhone
আপনি WhatsApp Messenger অ্যাকাউন্ট WhatsApp Business অ্যাপে নিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে নিজের অ্যাকাউন্টের ব্যাক-আপ রাখার জন্য পরামর্শ দিই। কীভাবে ব্যাক-আপ নেবেন তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
বিজনেস টিপস: WhatsApp Business অ্যাপে সুইচ করে বিজনেস নিজেদের বিক্রি বাড়াতে এবং আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছতে পারবে। WhatsApp Business অ্যাপ গ্রাহকদের সাথে কানেক্ট করার এবং প্রোডাক্ট ও পরিষেবা বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের ফ্রি বৈশিষ্ট্য অফার করে।
  1. WhatsApp Messenger আপডেট করুন এবং Google Play স্টোর থেকে WhatsApp Business অ্যাপটি ডাউনলোড করুন।
  2. WhatsApp Business অ্যাপটি খুলুন।
  3. WhatsApp Business অ্যাপের পরিষেবার শর্তাবলী পড়ুন। শর্তাবলী গ্রহণ করতে সম্মত হন এবং চালিয়ে যান-এ ট্যাপ করুন।
  4. আপনি WhatsApp Messenger-এ যে নম্বরটি ব্যবহার করছেন WhatsApp Business অ্যাপ সেটি অটোমেটিক্যালি খুঁজে পাবে। চালিয়ে যেতে, আপনার বিজনেস নম্বরের সাথে থাকা বিকল্পটি ট্যাপ করুন।
    • যে নম্বরটি দেখা যাচ্ছে সেটি যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে অন্য নম্বর ব্যবহার করুন-এ ট্যাপ করুন, এরপর স্ট্যান্ডার্ড যাচাইকরণ প্রসেস অনুসরণ করুন।
  5. WhatsApp Business অ্যাপকে আপনার পূর্ববর্তী চ্যাট এবং মিডিয়া অ্যাক্সেস করার অনুমতি দিতে চালিয়ে যান > অনুমতি দিন-এ ট্যাপ করুন।
  6. WhatsApp আপনাকে ৬-সংখ্যার কোড সহ একটি এসএমএস পাঠাবে। আপনার নম্বর যাচাই করতে ৬-সংখ্যার কোডটি লিখুন।
  7. আপনার বিজনেস প্রোফাইল তৈরি করে পরবর্তী-তে ট্যাপ করুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না