কীভাবে পরিচিতি খুঁজবেন
আপনার কোন পরিচিতিরা WhatsApp ব্যবহার করছেন তা নিজের ফোনের ঠিকানা বই অ্যাক্সেস করে আপনি দ্রুত এবং সহজেই বুঝতে পারবেন।
- WhatsApp খুলুন, এরপর চ্যাট ট্যাবে যান।
- নতুন চ্যাট আইকনে ট্যাপ করুন।
আপনি যদি আপনার পরিচিতিদের দেখতে না পান, তাহলে নিচের বিষয়গুলি দেখে নিন:
- আপনার পরিচিতিরা WhatsApp ব্যবহার করছেন।
- আপনি আপনার পরিচিতির নম্বর নিজের ফোনের ঠিকানা বইয়ে সেভ করেছেন। যদি তারা কোনও বিদেশী ফোন নম্বর ব্যবহার করেন, তাহলে পূর্ণ আন্তর্জাতিক ফরম্যাট ব্যবহার করুন।
- আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপ থেকে নিজের ফোনের পরিচিতি ব্যবহারের জন্য WhatsApp-কে অনুমতি দিয়েছেন।