iCloud Keychain এ WhatsApp ক্রিডেনশিয়াল সেভ করা সম্পর্কে

আপনি WhatsApp Messenger বা WhatsApp Business অ্যাপ এ নিজের ফোন নম্বর রেজিস্টার করার সময় সেটি যাচাইয়ের জন্য একটি ৬-ডিজিটের এসএমএস কোড পাবেন। চালু করা থাকলে, iCloud Keychain আপনার ক্রিডেনশিয়াল স্টোর করে এবং আপনি কোনও প্রকার যাচাইকরণ প্রক্রিয়া ছাড়াই অনাসয়ে নতুন ডিভাইসে নিজের নম্বর রেজিস্টার করতে পারবেন।
দ্রষ্টব্য: নতুন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার iCloud Keychain চালু থাকা সত্ত্বেও এসএমএস যাচাইকরণ প্রয়োজন হবে।
আপনার iCloud Keychain এ স্টোর করা সকল তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। Apple কিংবা WhatsApp কেউ এই তথ্যে অ্যাক্সেস করতে পারবে না।
iCloud Keychain এবং কীভাবে এটি চালু করবেন সে সম্পর্কে আরও জানতে Apple সহায়তায় যোগাযোগ করুন।
রিসোর্সগুলি
iPhone এ আপনার ফোন নম্বর যাচাইকরণ সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
এটি কি সহায়ক ছিল?
হ্যাঁ
না