সাপোর্ট করা হয় এমন ডিভাইস সম্পর্কে

Android
iPhone
যে সকল Android ডিভাইস এই আবশ্যিক শর্ত পূরণ করে সেগুলি সাপোর্ট করা হয়:
  • আপনার Android ফোনটি OS 4.1 বা এর পরবর্তী ভার্সনের হতে হবে।
  • যাচাইকরণ প্রসেস চলার সময় আপনার Android ফোনে এসএমএস বা কল আসার সুবিধা চালু থাকতে হবে।
দ্রষ্টব্য: ২৪ অক্টোবর ২০২৩ থেকে, শুধুমাত্র Android OS ভার্সন 5.0 এবং তার পরবর্তী ভার্সনে সাপোর্ট করা হবে।
আমরা কীভাবে বেছে নিই যে কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করা হবে এবং আপনার অপারেটিং সিস্টেম আর সাপোর্ট না করলে কী ঘটবে সে সম্পর্কে আরও তথ্য এখানেপাবেন।
সর্বশেষ উন্নত প্রযুক্তির ব্যবহার চালিয়ে যেতে আমরা নিয়মিত পুরনো অপারেটিং সিস্টেম সাপোর্ট করা বন্ধ করে দিই যাতে নতুন ভার্সনের সিস্টেমকে সাপোর্ট করতে আমাদের সকল রিসোর্স ব্যবহার করা হয়।
আমরা আপনার অপারেটিং সিস্টেমের সাপোর্ট বন্ধ করলে সে বিষয়ে আপনাকে জানানো হবে এবং আপনার ডিভাইস আপগ্রেড করার কথা কয়েকবার মনে করিয়ে দেওয়া হবে যাতে আপনি WhatsApp-এর ব্যবহার চালিয়ে যেতে পারেন। এছাড়াও, আমাদের সাপোর্ট করা সর্বশেষ Android ভার্সন এখানে তালিকাভুক্ত আছে কিনা তা নিশ্চিত করতে আমরা নিয়মিত এই পেজ আপডেট করব।
সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না