কীভাবে আপনার অ্যাকাউন্ট বাদ দেবেন

Android
iPhone
KaiOS
WhatsApp এর মধ্যে থেকেই আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট বাদ দেওয়া একটি অপরিবর্তনীয় প্রক্রিয়া এবং আপনি যদি সেটি ভুল করেও বাদ দিয়ে থাকেন তবুও আমরা আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারব না।
আপনার অ্যাকাউন্ট বাদ দিতে
  1. WhatsApp খুলুন।
  2. আরও বিকল্প
    > সেটিংস > অ্যাকাউন্ট > আমার অ্যাকাউন্ট বাদ দিন-এ ট্যাপ করুন।
  3. সম্পূর্ণ আন্তর্জাতিক ফর্ম্যাটে আপনার ফোন নম্বর লিখুন, এরপর আমার অ্যাকাউন্ট বাদ দিন-এ ট্যাপ করুন।
  4. কেন আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিতে চান সেটির একটি কারণ ড্রপ-ডাউন মেনু থেকে বেছে নিন।
  5. আমার অ্যাকাউন্ট বাদ দিন-এ ট্যাপ করুন।
আপনার অ্যাকাউন্ট বাদ দিলে:
  • WhatsApp থেকে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে৷
  • আপনার পূর্ববর্তী মেসেজ মুছে যাবে৷
  • আপনার সকল WhatsApp গ্রুপ থেকে আপনি বাদ হয়ে যাবেন।
  • আপনার Google ড্রাইভের ব্যাক-আপ বাদ হয়ে যাবে।
আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিলে:
  • আপনি আবার নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনার WhatsApp-এর তথ্য বাদ দিতে এই বাদ দেওয়ার প্রক্রিয়াটির শুরুর দিন থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনার তথ্যের কপি এই ৯০ দিন পরেও ব্যাক-আপ স্টোরেজে থাকতে পারে যা কোনও ক্ষয়ক্ষতি, সফ্টওয়্যারের ত্রুটি বা ডেটা হারানোর যেকোনও ঘটনায় পুনরুদ্ধারের জন্য ব্যবহার করা হয়। এই সময়ে আপনি WhatsApp-এ নিজের তথ্য পাবেন না।
  • আপনার তৈরি করা গ্রুপে আপনার সংশ্লিষ্ট তথ্য অথবা আপনার বিষয়ে অন্যান্য ব্যবহারকারীর কাছে থাকা তথ্য, যেমন তাদেরকে পাঠানো আপনার মেসেজের কপিকে এটি প্রভাবিত করবে না।
  • আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দেওয়ার পরেও আমরা কিছু নির্দিষ্ট লগ ডেটা আমাদের ডেটাবেসে রেখে দিতে পারি, কিন্তু যেকোনও শনাক্ত করার তথ্য থেকে এই ধরনের ডেটাকে এমনভাবে আলাদা করা হবে যে এটি আর আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে না। এটি করতে, নিয়মিতভাবে, আমরা এই লগ ডেটা থেকে শনাক্ত করার কিছু তথ্য মুছে ফেলি, এবং আমরা আপনার অ্যাকাউন্ট আইডির যেকোনও নিদর্শন রিপ্লেসমেন্ট আইডেন্টিফায়ার দিয়ে বদল করি যেটি একবার বাদ দেওয়া হলে আর আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যাবে না।
  • এছাড়াও, আমরা আইনি সমস্যা, শর্তাবলী লঙ্ঘন বা ক্ষতি এড়ানোর মত বিষয়ের জন্য আপনার তথ্য রেখে দিতে পারি।
  • আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।
  • অন্যদের Meta কোম্পানির সাথে শেয়ার করা আপনার তথ্যও বাদ হয়ে যাবে।
সংশ্লিষ্ট রিসোর্স:
কীভাবে আপনার অ্যাকাউন্ট বাদ দেবেন তা এখান থেকে জানুন: iPhone | KaiOS
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না