WhatsApp-এ Siri কীভাবে ব্যবহার করবেন

iPhone
Siri হলো iOS-এর জন্য তৈরি করা ব্যক্তিগত সহকারী। আপনি Siri-কে WhatsApp মেসেজ পাঠাতে, WhatsApp কল করতে অথবা পড়া হয়নি এমন মেসেজ সশব্দে পড়ে শোনাতে বলতে পারেন।
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্য শুধুমাত্র iOS 12 অথবা এর পরবর্তী ভার্সনে পাওয়া যাবে।
Siri চালু করুন
  1. iPhone-এর সেটিংস > Siri এবং খুঁজুন-এ যান, এরপর "হাই Siri" থেকে শোনা চালু করুন অথবা Siri-এর জন্য ফোনের পাশের বোতাম চাপুন
    • iPhone SE (2020) ও iPhone 8 এবং পূর্ববর্তী ভার্সনের জন্য: Siri-এর জন্য হোম চাপুন চালু করুন।
  2. নিচের দিকে স্ক্রোল করে WhatsApp-এ ট্যাপ করুন।
  3. Ask Siri-এর মাধ্যমে ব্যবহার করুন চালু করুন।
iPhone X, XS, XS Max এবং XR-এ আপনি ফোনের পাশের বোতাম চেপে ধরে রাখুন >Siri চালু করুন
কীভাবে Siri ব্যবহার করবেন এবং Apple কীভাবে Siri-এর মাধ্যমে পাঠানো ডেটা ম্যানেজ করে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে Apple সহায়তার ওয়েবসাইটে যান।
দ্রষ্টব্য: পড়া হয়নি এমন মেসেজ সহ WhatsApp খুললে, বিজ্ঞপ্তির ব্যাজ রিসেট হয়ে যাবে। এর ফলে Siri মনে করবে যে পড়া হয়নি এমন কোনও মেসেজ নেই এবং সেই জন্য সশব্দে পড়ে শোনাবে না।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না