কীভাবে কথপোকথনের টোন ম্যানেজ করতে হয়
Android
কথোপকথনের টোন মূলত সেই শব্দ যা কোনও মেসেজ পাঠানো ও গ্রহণের সময় বাজানো হয়। সাধারণত, আপনার কথোপকথনের টোন চালু করা থাকে। কথোপকথনের টোনের ভলিউম আপনার ফোনের বিজ্ঞপ্তির ভলিউম দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
এই টোনগুলো চালু অথবা বন্ধ করতে:
- WhatsApp খুলুন৷
- আরও বিকল্প> সেটিংস > বিজ্ঞপ্তি ট্যাপ করুন, এরপর কথোপকথনের টোন চালু অথবা বন্ধ করুন।
মনে রাখবেন, কথোপকথনের টোন পরিবর্তন করলে সেটা ইনকামিং এবং আউটগোয়িং উভয় মেসেজের টোন পরিবর্তন করবে।